পাতা:শিব-সংকীর্ত্তন.djvu/১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

o ( > ) দেবরের পক্ষে ছিল উকীল হাজির । মনুর বচন খুজে করিল বাহির । স্পষ্টাক্ষরে স্মৃতি শাস্ত্রে লিখেছেন তিনি । পাবেন। পতির ধন শয্য। কলঙ্কিনী ৷ কাজি বলে, থাক থাক শুfণনে ও-কথ। । লিখিয়াছে মনু তার মুণ্ড আর মাথ । বিধবা-বিবাহ যদি শাস্ত্রে মি বারণ । কোন মুখে কেড়ে লবে পতি দত্ত ধন ৷ টানিয়। ছিড়িতে চায় সংহিতার পাত । মান করে মুনশি জুড়িয়া দুট-হাত । , দু-পাতি ছিড়িয়া কেন, মিছা বদ-নাম । স্বহস্তে হেঁদুর ছেলে পোড়াবে তামাম ॥ সমাজে ঘুরিয়। আমি লয়েছি সন্ধান । জন কত বুড়ার মনুর দিকে টান ॥ ত! রাই সকল কাজে বা ধায় জঞ্জাল । ) কিছুই বুঝেন। কিন্তু করে গোলমাল ॥ আগে ছিল এক চেটে মনুর পসার । সহিল ভারতবালী মহা আতjণচণর ॥ নিষ্ঠুর হুকুম তার, উপবাস নিত্য । পদে পদে জরিমানা কত প্ৰায়শ্চিত্ত । মরিয়া হয়েছে তাই দল দল ছোড়া । মোহাড়া দিয়াছে রণে নিয়ে ঢাল খাড়। ॥