পাতা:শিব-সংকীর্ত্তন.djvu/২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ১১ ) নিরখি হৃদয় নাথে নিঠুর নিদয় । দয়াবতী প্রকৃতীর আকুল হৃদয় ॥ জনকের কোপে রক্ষা করিতে তনয় । মাতা বিনা যাচিয়া মধ্যস্থ কেবা হয় ] অণবরিয়া মেঘাস্বরে চারু মুখ খানি । শূন্যে বায়, কোণে দেখা দিলেন জননী । মায়ের অণচল ধরি চঞ্চল পবন । নেচে নেচে পাছে পাছে ছুটিল তখন এ পতি পত্নী দেখা গুণ। হলে। দুজনার ! ঘুচেগেল রাগতাপ জুড়ালে। সংসার 1, কে বুঝিবে জননীর মে পরিমাণ । নিজ অঙ্গ দগ্ধ করি ব{৮্যন সন্তান ? ঢালিলেন স্নেহনীর সংসার ভাসিল । শুীব জন্তু পশু পক্ষী আবার হাসিল ॥ ছদ্ম বেশী দ্বিজে গোপ বলে ভক্তি ভাবে । এদুৰ্য্যোগে-ঠাকুর এদিকে কোথা যাবে । নন্দীবলে আমি উদাসীন নিরাশ্রয় । গৃহস্থের গলগ্রহ ফিরি দেশময় ॥ অতিথি ব্যবসা বাপু ! বড় জুয়াচুরি । ব্রাহ্মণের নিকটে খাটেনা ভারি ভুরি ॥ “দূর দূর বলি তার দিল তাড়াইয়া । ফল নাই আর হেন স্থানে দাড়াইয়া ॥