পাতা:শিব-সংকীর্ত্তন.djvu/২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ১৩ ) বিপ্রের পবিত্র বাক্য বুঝিন। জানিনা । কি কাজ সে গোলযোগে কাণে ও শুনি না | ছোট লোক চান। তামি থাকি এক পাশে । নিশায় ঘুমাই ঘরে দিন কাটে চ{ষে ॥ শত্র নয় মিত্র নয় বিপ্র প্রতিবেশী । ভাল বাসে তার। মেরে তামি ভাল বালি ॥ পাপ পুণ্য কারে বলে কিছুই জানিনা । ধৰ্ম্মাধৰ্ম্ম মনে ভেবে সংকল্প করিনা | এ জীবন জলবিম্ব সব ফক্বীকার । দর দ করিতে এতে ইচ্ছা হয় করি ? বুঝিতে পারেন। এর ক"াটী কোথায় । তথাপি চাতক প্রাণ র্তার দিকে ধায় ॥ যে দিকে ফিরান তিনি সেই দি কে চলি । বিপদে পড়িলে তারে শিব শিব বলি ॥ র্তার ইচ্ছ। অনুসারে করি নিমন্ত্ৰণ । র্তণ চ1র দেণ হাই, কর তাতিথ্য গ্রহণ ॥ চমকিল শিব দাস বাক্য নাই তার । ভা বিল প্রকৃত ভক্ত এই তে বাপরি II আনন্দেতে গোপ সুতে করি তা শীৰ্ব্বাদ । বণপার চরণে নন্দী দিলেন সংবাদ ॥ মুকুন্দ সামান্য জাতি গোপের তনয় । ইচ্ছা যদি হয় তারে হউন সদয় ॥ ( R )