পাতা:শিব-সংকীর্ত্তন.djvu/২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( > 8 ) সুরাচারে রত যত ব্রাহ্মণ সস্তান । তাদের অtশ্রয়ে গেলে থাকিবেনা মান ॥ ঈষৎ হাসেন দেব নলদীর কথায় । মান অপমানে তার কিবা এসে যায় | দিবসে তপন তাপে বস্থধ। কর্ষণ । নিশাভাগে গোপ-স্থত ঘুমে অচেতন ॥ নিম্পাপ-চরিত্র চাষা হৃদয় বিমল । স্বপন দেবের মনোমত লীলা স্থল ॥ মুকুন্দ আনন্দে দেখে বিচিত্র স্বপন । ব্লষভ বাহনে শূন্যপথে পঞ্চানন ॥ মুরতি রজত-গিরি অতি জ্যোতিৰ্ম্ময় বেদে অগোচর, কিবা দিবো পরিচয় ॥ অনাদি অনন্তু তিনি নিত্য সনাতন । নখরে রবির হার উজলে চরণ ॥ কটি তটে পরিপাটি বাঘছাল অর্ণট। ৷ অনন্ত পল্লগ দোলে গলে যোগ পাট ॥ দিক-করী-কর ভ্রম হয় জটাজুটে । বিমল জাহ্রবী তায় উছলিয়। উঠে । অতি উগ্র ব্রহ্মতেজে বtলসে নয়ন । চাপিয়া মুদিল আঁখি গোয়ালা নন্দন ॥ মাভৈঃ মাভৈঃ তারে বলেন শঙ্কর । এসেছি এদেশে বাছা ! তোরে দিতে বর