পাতা:শিব-সংকীর্ত্তন.djvu/২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ა ი ) নিরাশ হইয়া ভাবে গোপের তনয় । বাতিকের খেলা স্বপ্ন সত্য কভু নয় ॥ অধম পাপিষ্ঠ আমি হীন গোপ জাতি । পাইবো বাপার দেখ। অসম্ভব অতি | কিন্তু তবে কেন তার এরূপ ছলন । ক্ষুদ্র মানবের প্রতি রথা বিড়ম্বন ॥ যে মূৰ্ত্তি ধরিয়া দেখা দিলেন স্বপনে । দেখা দূরে থাক কভু মনেও ভাবিনে ॥ লোকে বলে দয়াময় সেবক-বৎসল । ভাগ্যবান ভাগ্যে বুঝি ফলে সে সকল ॥ কৰ্ম্ম করি ফল পায় সে তো জানা কথা । ত হাতে বাপার তার কি বা তাধিক্যত | দে না শোধ দিলে তারে কেবা বলে দণ তা । কৰ্ম্ম হীনে দয়। র্যার তিনিই দেবতা ৷] স্বপনে চরণ দেখি মজিনু আশায় । ঘরে ফিরে যেতে তার প্রাণ নাহি চায় | হত্যা দিলে। তার পায়ে পড়ে রবো বনে । না পরিল আtশ। যদি কি কাজ জীবনে ॥ নিকটে রাখাল দল ক্ষেতে পান খোটে । মুকুন্দের দশ। দেখি এলো সব ছুটে ॥ এ বলে উহারে ওরে দেখ দেখ ভাই । পড়ে সাছে মড়া হেন বাহ জ্ঞান নাই ।