পাতা:শিব-সংকীর্ত্তন.djvu/২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ১৯ ) বাপ নামে ছেলে যদি তোমার রণখাল । তবে কেন এলে। মেলো ফিরে গোর পলি ; নিত্য কেন তালে হেথা ধবলী তোমার । ধান-কোণ পাথরে ঢালিতে দুগ্ধ ধার ॥ চমকে মুদ্ৰ নদ শুনি, রাখালের বাক্য । স্বপু মিথ্য নয়, এক ত,ংশ হ’লে। ঐ ক্য ৷ ব্যগ্ৰ ভাবে এক দৃষ্টি চাহে শীলা প্রতি । দেখি ল ধবলী তালিতেছে মন্দ গতি ৷ সুন্দর বিপুল উধঃ ক্ষীর ভরে ভারি । পাছে পাছে গাছে কিন্তু পিয়েনা বা ছবি । পেটের স্থল{য় তৃণ-দুৰ্দ্দ। খুটে খায় । । ক্ষণে ক্ষণে শীল। পানে ফিরে ফিরে চায় । এদিকে শুনিল শূন্যে শঙ্খ ঘণ্ট। রেল । কক্ষ তাল, গল বাদ , “ব্যোম, ল্যোম " দে1ণ । অশরীরী বেদমন্ত্র হয় উচ্চারণ । “নমে। স্ত্রীশিবায়’ শব্দে জুড় লে। শ্রবণ " পাইল ধবলী যেন সঙ্গে ত কণহর । সুসময়ে শীল। শিরে ঢালে ক্ষীর ধার ॥ গদগদ ভাবে গোপ কতাঞ্জলি হয়ে । “দেখা দেও’ বলি ভুমে পড়িল লুটায়ে । পাথর দেখিয়া তার মন কই উঠে । বিশেষে গহবর যুক্ত গেছে চটে ফেটে ।