পাতা:শিব-সংকীর্ত্তন.djvu/২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( २० ) কেঁদে বলে, সে মূৰ্ত্তি কোথায় ত্রিপুরারি ? পাথরে দুধের ভেল্কি বুঝতে না পারি ॥ শিবরাত্রে দয়া তব হীনজাতি ব্যাধে r এ দাস বঞ্চিত তবে কোন অপরাধে ॥ পশু পক্ষী রহে তব রূপায় বঞ্চিত । নতুবা গাভীর ছিল কি পুণ্য সঞ্চিত । কি পুণ্যে বিমল জ্ঞান পেলে বৎসতরি । তাগ্র ভাগে পূজা সারি প্রসাদ ভিখারী ॥ এতক্ষণ মুনিব্রত সাধিল যতনে । লাঙ্গুল নাড়িয়া পিয়ে পূজা অবসানে ॥ মরি মরি ধবলী করিলি কোন পুণ্য । মাথায় চরণ দে-মা ! হই অামি ধন্য । নালাগে শরীর যদি সেবায় বাপার । কিজান্য বহন করি মাংস পিণ্ড ভার ॥ অনশনে এই স্থানে ত্যজি কলেবর । যা ইচ্ছা করেন পাছে করুন শঙ্কর ॥ বাপার ইঙ্গিতে নন্দী কাণে মন্ত্র দিল । আনন্দেতে গোপ পুত্র চাহিয়া দেখিল ৷ প্রস্তরেতে সঞ্জকাশ হলেন শঙ্কর । কোটি সূৰ্য্য প্রভ। জিনি দীপ্ত কলেবর ॥ আনন্দে মুকুন্দ ঘোষ ভূমিতলে পড়ি । বদনে না সরে বাক্য যায় গড়া গড়ি ॥