পাতা:শিব-সংকীর্ত্তন.djvu/৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৩ ) হেন দীক্ষণ শিক্ষণ দেও বাড়ে প্রেম ভক্তি । মাহাত্ম্য প্রচার হেতু এই ভাল যুক্তি ॥ তাপস বলেন দেব ! এ-কেমন কথা । পূজণর জন্য তে কেন এতো মাথা ব্যথা ॥ বিধি বিষ্ণু লালায়িত পদ রেণ, তরে । তোমার মহিমা কি বুঝিবে মূঢ় নরে P বিধি বিষ্ণু মহেন্দ্র তোমার পদানত । ছার নর জন্য কেন এতেক বিত্রত ॥ যাচিয়া লইবে পূজা বল কোন দায় । বৈদ্য কোথা রোগী খুজে ঔষধ খাওয়ায় { বাপ। কন কলি তেজে নরজাতি তান্ধ । না পারে চিনিতে মোরে লাগিয়াছে ধন্দ ॥ লইয়া অামার নাম দেও পরিচয় । পবিত্র প্রস্তর রূপে তামার উদয় ॥ তাপস বলেন আমি দাস অনুগত । অামা প্রতি এ কেমন তাজ্ঞা অসঙ্গত ॥ হেন অসম্ভব শুনি নাই কোন কালে । দেখিতে মধ্যাহ্ল সুৰ্য্যে কেবা দ্বীপ জালে ? স্বয়ং সপ্রকাশ তুমি বিশ্বের আধার । দেবতা তেত্রিশ কোটি বিভুতি তোমার ॥ সৰ্ব্ব স্থলে বিদ্যমান তুমি হে গোসাঞি । ভুমি বিনা এ জগতে কিছু মাত্র নাই ॥