পাতা:শিব-সংকীর্ত্তন.djvu/৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( २७ ) কিন্তু তাতে কিবা সুখ না পাই ভাবিয়া । কোন সাধে চির-মৃত্যু আনিব ডাকিয়া ॥ মৃত্যুঞ্জয় দাস হয়ে রব র্তার দ্বারে । যমের হবেন। সাধ্য ছুইতে আমারে ॥ যুগে যুগে জন্মে জন্মে আনন্দ অপার । নিতি নিতি করিব পরের উপকার ॥ এইরূপে মোহাস্ত হইল যোগীরাজ । বাপার মানব মূৰ্ত্তি সংসারে বিরাজ ॥ গগনে উঠলে রবি রহে কবে ছাপা । দেশে দেশে রটিল দয়াল বড় বাপ ॥ নর-নারী সারি সারি উপনীত মঠে । হত্যা দেয় পূজা করে কেহ দণ্ডী খাটে ॥ কাদিয়া আইসে লোক ফিরে যায় হেলে । দুৰ্ম্মতি কুটিল গুলো পুড়ে মরে দ্বেষে । নিকৃষ্ট খলের এই নীতি চিরকাল । যাচিয়া বান্ধব হয় বাধাতে জঞ্জাল ॥ অপরের জন্য যেন কতই কাতর। রাজপুরে বার্তা দিতে চলিল সত্ত্বর ॥ নগরের রাজ্যেশ্বর, বার মল্ল নরবর, অসীম বিক্রম ন্যায়বান । সামদানে সৰ্ব্ব জিত,* দণ্ডভেদ কদাচিৎ, সদা বাঞ্ছা প্রজার কল্যাণ ॥