পাতা:শিব-সংকীর্ত্তন.djvu/৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( २४ ) কিন্তু প্রাণ কে দে উঠে, রাজার অনিষ্ট ঘটে, ছুটী ছুটি আসিয়াছি তাই ॥ হটুর কাহিনী শুনি, মহ। কোপে নরমণি, জিজ্ঞাসেন নগর কোটালে । t পাপাচারী হলো প্রজা, শূদ্র করে দেব-পূজা, কোন প্রাণে একথা লুকালে ? কোটাল ভয়েতে বলে, পইতা পরেছে গলে, গেরূয়া বসন পরিধান । দেখিয়াছি চৈত্র মাসে, দিন কাটে উপবাসে, অামি ভাবি ব্রাহ্মণ সস্তান ॥ কেদে পুনঃ কয় হটু, কোটাল ছলনা-পটু, জানি আমি ওঁর গুণাগুণ । প্রতিদিন মাঠে যান, সাধেন যাত্রীর দান, উনি পান ভাগ দুই গুণ ॥ কেবল আমার ডরে, লোক ভুলাবার তরে, দু-দিন এনেছে ভণ্ড যোগী । গলায় পইতা দিয়ে, বসেছে মোহান্ত হয়ে, বঞ্চকের ধুৰ্ত্ত সহযোগী ৷ এ-দাস সরল সোজা, শঠের চাতুরি বুঝা, নহে কভু আমাদের কাজ । ষ কিছু জানে এ ভূতা, কহিল সরল সত্যু বুঝে কাজ কর মহারাজ ।