পাতা:শিব-সংকীর্ত্তন.djvu/৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( २S ) রাষ্ট হলে দেশে দেশে, গোয়ালার সঙ্গে মিশে, কোটাল করিল জাতি নাশ । সে যদি নিস্কৃতি পায়, ডঙ্কা মেরে ঘরে যায় । কে আর করিবে রাজ্যে বাস ॥ কোটালের জোর ডঙ্কা, সকলেই করে শঙ্কা, সত্য কথা বলে কার সাধ্য । হিন্দুয়ানি অধোগামী, কেমনে দেখিবো আমি, প্রাণ দিতে হইয়াছি বাধ্য । লোহিত লোচন বারমল্ল নরমণি । হুটুর প্রত্যেক বাক্যে হইল বিশ্বাস । *ধরে আনৃ” আজ্ঞা মুখে হইল প্রকাশ । গোপাধম মুকুন্দেরে বাধিয়া এখনি । সভায় নিস্তব্ধ ভয়ে অমাত্য সামস্ত । স্তুতি-বাদী ভট্ট বুঝি সময় উচিত । ক্ৰোধ উদ্দিপক ভাবে গাইল সঙ্গীত ॥ রাজার কলঙ্ক রাজ্যে থাকিলে দুরন্ত ॥ বিধি প্রতিনিধি রাজা ধন্য ধরাতলে । অপার্থিব রাজশক্তি অতি মনোহর । একাধারে শীত-উষ্ণ যথা জলধর ॥ বারি বরিষণ সহ বজ অগ্নি জ্বলে ॥