পাতা:শিব-সংকীর্ত্তন.djvu/৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( రిe ) নিরীহ কুশীল স্নিগ্ধ সূক্ষ্ম সুবিচারে । রাজদণ্ডে ছন্নভন্ন দুরন্ত দুৰ্ম্মতি । শান্তিদণ্ড একযোগে তা বারিত গতি ॥ ঘুরে ফিরে রাজ্যময় প্রজা রক্ষা তরে ॥ এদিকে মুকুন্দ ঘোষে করিল হাজির । চৈত্রের গাজন হেতু উত্তরি গলায় । বাড়িয়াছে শোভা আরো কুসুমমালায় ॥ চন্দনে চৰ্চিচত সেই চাষার শরীর ॥ সাক্ষীর অপেক্ষ নাই বলেন নৃপতি । পইত। পরেছে বেটা এতে। তাহ করে । শূলে দেহ প্রাণ দণ্ড ব্যবস্থা ইহার ॥ ভণ্ড মোহান্তেরে পুনঃ তান শীঘ্ৰগতি । কে দে কে দে মুকুন্দ বলিতে কিছু চায় । কে শুনে তাহার কথা পিঠে ঢেক। মারে পায়েতে শিকল দিয়া ফেলে কারণগারে । বাপার দোহাই দিলে দুনা মার খণয় ॥ মোহান্তেরে অানি রাজা চান পরিচয় । তৰ্জ্জন গভর্জন দেখে হাসেন মোহান্ত । তথাপি বুঝে ন কিছু রাজা মতিভ্রান্ত ॥ বলে বল কোথা বাস কাহার তনয় ॥