পাতা:শিব-সংকীর্ত্তন.djvu/৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ల ని ) মক্সি বলে ধিক ! এ কি জঘন্য তুলনা । পবিত্র পবীত সহ কাক ত্রাশ ধনু ? মুখ বলে তুচ্ছ ধুলা রাম-পদ রেণু । মানবী হইল যায় অহল্য৷ ললনা ৷ পবীতের প্রয়োজন প্রথম সাধনে । অণধারে আলোক যথা পথিকের করে । রবির উদয়ে তাহা ফেলে দেয় দূরে । সাধক রবির রবি দেখে তত্ব জ্ঞানে ॥ তেজে পুঞ্জ জীবন্মুক্ত সিদ্ধ ব্রহ্মচারী । সঙ্কেতে দিলেন ইনি আত্ম-পরিচয় ॥ না চিনিলে শালগ্রামে নুড়ি ভ্ৰম হয় । পোড়াইয়া চুণ করে অধম চুর্ণারি ॥ হাসিয়া বিদ্রুপ ভাবে বলে পুনঃ বটু । ঠিক ঠিক, ঠাকুর চিনিতে খুব পটু ৷ পেয়েছে গোয়াল ভাল জীবন্মুক্ত যোগী । মিলেছে পাথর টুকু তারি উপযোগী ॥ ব্যাস দেব করেছেন ব্যাস-বারাণসী । এখানে “মুকুন্দ—কাশী’ করিবে সন্ন্যাসী ॥ গাধা হয় পরজন্মে তথা যদি মরে । গর্দভত্ত্ব লাভ হেথা সদ্য সশরীরে ॥