পাতা:শিব-সংকীর্ত্তন.djvu/৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( రికి ) মন্ত্রি বলে তোর মত যদি মূঢ়মতি । আকারের গুণে গণ্য হয় নরজাতি ৷ তার চেয়ে ভাল বরং গর্দভ অশকার । গাছতলা ভাল গৃহে দীপ মাহি যার ॥ রা খালের তোর মত পশু নরা কারে । তাতেই কুটিল ধান দেব দেব শিরে ॥ পশুমুৰ্ত্তি কিন্তু দেখ গোমাত সুরভী । স্বেচ্ছায় ঢালেন ক্ষীর শিব শিরে দেবী ॥ তত্ত্বজ্ঞানী ভরতের মৃগ কলেবর । তোর চক্ষে পশু তিনি তুই শ্রেষ্ঠ নর ॥ মন্ত্রি মুখে শুনি এই আশ্চৰ্য্য কাহিনি । ব্যগ্র হয়ে মঠ পানে ছুটে নরমণি ॥ সুরভীর কার্য্য তিনি দেখেন প্রত্যক্ষে । শুনিলেন “বোম বোম’ ধ্বনি অন্তরীক্ষে ॥ গাজনে সন্ন্যাসী জুটিয়াছে দলে দলে । কেহ নাচে কেহ গায় কেহ মাথা চালে ॥ হৃদয়েতে ভক্তিভরা গলায় উত্তfর । জালজীবী জেলে মালা আদি ব্ৰহ্মচারী ॥ অন্য দিকে অনশনে কত নরনারী । ভক্তিভাবে হত্যা দেয় ঔষধ ভিখারী ॥ তার মধ্যে উঠিলেন জনেক যুবতী । নিকটে শ্বাশুড়ী তারে বলিলেন সতী ॥