পাতা:শিব-সংকীর্ত্তন.djvu/৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ed ) দেখ মা ! স্বপনে বাপা দিলেন কি ধন । যতনে অঞ্চলে এই করেছি বন্ধন ॥ স্নানান্তে খাইতে হবে আজ্ঞা আছে তার । তাহলে এ রোগে তিনি পাবেন নিস্তার ॥ তাড়াতাড়ি শ্বাশুড়ী বস্ত্রের গ্রন্থি খুলে । দ্রব্য দেখি সিহরিল, ভয়ে দিল ফেলে ॥ সচক্র গোক্ষর সপ, একি বিড়ম্বন । বুঝিলেন সতী ইছা বাপার বঞ্চন ॥ অবশ্য চরণে হইয়াছে অপরাধ । তথাপি বিধবা হয়ে বাচিয়া কি সাধ ॥ বিশেষে বাপার তাজ্ঞা লঙিঘবো কেমনে । সৰ্পে ধরি পুন সতী বাধিল যতনে ॥ কোন মতে শ্বাশুড়ীর মান। নাহি মানে । স্নান হেতু চলিলেন সরোবর পানে ॥ ডুব দিয়া আর্দ্র বস্ত্রে অতি সকরুণে । বিদায় লইল সতী শ্বাশুড়ী চরণে : বাচিবেন তিনি গে। মা কৃপায় বাপার । খেদ এই দেখিতে পাবোন। আমি অfর ॥ ছাড়িয়া প্রাণের আশা খুলিল অঞ্চল । সপের বদলে দেখে সুমধুর ফল ॥ বুঝিয়া বাপার রূপ। ভক্তিভরে সতী । দ গুণকারে ভূমে পড়ি করে স্ততি নতি ॥