পাতা:শিব-সংকীর্ত্তন.djvu/৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( లిఅ ) বার-মল্ল দেব লীলা দেখি অঙ্গদ্যোপান্ত । দূরে গেল রৌদ্রভাব ভক্তিভরে শাস্ত ॥ কিন্তু ভাবে ধুতুরার বেণকে শূলপাণী । এলেন গোপের কাছে ছাড়ি রাজধানী ॥ নগরে বিবিধ দ্রব্য যোগtয় পসারণী । কি মুখে আছেন মাঠে বুঝিতে না পারি ॥ এত দিনে বুঝিলাম ঠিক ক্ষেপ বটে । তিনকাল গেছে তবু বুদ্ধি নাই ঘটে । ইতর গোয়ালা জাতি ছুতে ঘৃণা হয় । ঠাকুরে রাখিবে ঘরে করে প্রাণে সয় ? কিজানে পূজার বিধি কিবা তার জ্ঞান । ইতরের স্পৰ্দ্ধা দেখে জ্বলে উঠে প্রাণ ॥ রাজা আমি এস্থানে আমার অধিকার । কে রাখে বাপারে হেখ। অমতে আমার ॥ নগরে থাকুন প্রভু যথা প্ৰাণ চায় । বেদজ্ঞ ব্রাহ্মণ রবে নিযুক্ত পুজায় ॥ কত ভক্তি করে গোপ কি আছে সস্বল । দুবেলা জুটেনা অন্ন শয্যায় কম্বল ॥ আমি দিব চিনি ছানা দধি দুগ্ধ ক্ষীর । গঙ্গাজলি শাল দিয়ে ঢাকিব শরীর এ খুসি হবে দেখিলে সুন্দর প্রীমন্দির । পুরী বেড়ি দিবো উচ্চ ইটের প্রাচীর ।