পাতা:শিব-সংকীর্ত্তন.djvu/৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কি ক্রটি করিনু কবে, কেন গোয়ালার হবে, কোন গুণে তারে এতো তুষ্ট । তবে কেন রাজ্য দিলে, বিড়ম্বনা বাড়াইলে, বাক্যবাণে ব্যথা দিবে দুষ্ট । বুঝেছি তোমার কার্য্য, প্রিয় ভক্তে দেও রাজ্য, না রাখিবো এ পাপ পরাণ । প্রজাপুঞ্জ করপুটে, তার কাছে যায় ছুটে, কেবা সহে এত অপমান ॥ তারে দিলে হিত-শক্তি, সবাই করিবে ভক্তি অামি হবে। জগতের বৈরি । চাপিয়া মনের ব্যথা, ভয়ে নো ঠাইবে মাথ৷ ধিক ধিক হেন দশ্য গিরি ॥ অভিমানে নরপতি পড়িল ভূতলে । অন্নজল ত্যাগ করি মুদিল নয়ন ॥ স্বপন আবেশে দেখে ঘোর নিশাকালে । উপনীত রষভ বাহনে পঞ্চানন ॥ বলিলেন কেন বংস ! হেন অভিমান । কেমনে বুঝিলে আমি গোয়ালার কেন । মাঠে মঠে ঘটে পটে সৰ্ব্বত্র সমান ॥ স্থানের মাহাত্ম্য বৃথা, দৃঢ় ভক্তি বিনা |