পাতা:শিব-সংকীর্ত্তন.djvu/৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( 8 o ) সুরম্য মন্দির হলো দিব্য সরোবর । সেবায় নিযুক্ত যত ব্রাহ্মণ মণ্ডলি । দোকানী পসারণী আসি বসিল বিস্তর } রাজা সাজিলেন বাপ, ফেলে ছেড়া ঝুলি ॥ শূল অস্ত্র বাঘছাল বাজন। ডমরু । এই মাত্র পুজি পাট গাছতলা সার । বাহন সম্পদ ছিল বুড়া এ ড়ে গরু ॥ জুটিলে ভিক্ষার চাল দিনান্তে তাহার ৪ অভাব ভাবিয়া ঘুচাইতে দৈন্যদশা । যোগাইল মল্লরাজ নানা রত্ন মঠে । বিতুষ্ণ বিষয় বিষে তবু ভক্ত আশা ॥ পূরণ করিতে বাপ। ঠেকেন সঙ্কটে ॥ যাত্র। কালে ব্লষগজ উভয়ে হাজির । বিচিত্র অামারি পিঠে উন্নত আসন । শুণ্ড দোলাইয়া গজ গরজে গভীর ॥ ভীত চিত রদ্ধ ব্লষ সজল নয়ন ॥ দূরে থাকি সঘনে বাপার পানে চায় । সঙ্কেতে চরণে যেন করে নিবেদন । দীন হীন বলিয়া কি ঠেলিবেন পায় ॥ তবে অণর কে বলিবে, কাঙ্গাল রঞ্চল ও