পাতা:শিব-সংকীর্ত্তন.djvu/৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( 8७ ) সতী বলে মৃদু বাণী, কে তুমি নিষ্ঠুর প্রাণী, পুণ্যধামে বসতি কি গুণে ? তা শুতোষ দয়াময়, র্তাহার কলঙ্ক হয়, চলে যাও নিজ যোগ্য স্থানে ॥ পাপার চরণ যুগে, স্মরণ লয়েছি মেগে, আমি কি গে। তোমারে ডরাই ? । মৃত্যুঞ্জয় পুরে আসি, হইয়াছি ব্রত দাসী, যমের যোগ্যতা হেথা নাই | ভৈরব ভৈরব স্বরে, বলে আমি চিনি তোরে, পাপিষ্ঠ নাস্তিক-সহচরী । মদ্যপায়ী মাংসাহারী; দেব দ্বেষী স্বেচ্ছাচারী পাপে পূর্ণ তার দেহ তর । ডুবিবে ভব তুফানে, নরকে বিরল স্থানে, বসবাস হবে চিরকাল ॥ প:বে না পাপে নিস্তার, রথ । কেন তবে তার, হত্যা দিয়া বাড়া ও জঞ্জাল । গৰ্ব্ব ভরে বলে সতী, তুমি অতি নীচ মsি, বাপার মাহাম্য তত্ত্ব কিছুই জান ন ॥ সু-সঙ্গ তোমার রথা, শিব অঙ্গে সপ যথা, দশনে গরল দোষ কদাপি গেল না । কি হেন পাতক আছে, ঘুচেনা বাপার কাছে, ব্রহ্ম হত্য গে। হত্য। তো তুচ্ছ ।