পাতা:শিব-সংকীর্ত্তন.djvu/৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( 88 ) ভক্তিভাবে একবার, স্মরণ লইলে তার, মহা পাপে ত্ৰাণ পায় স্লেচ্ছ । ভৈরব পুনশ্চ বলে, পাতকী স্মরণ নিলে, সত্য বটে পায় পরিত্রাণ । সে থাকিল দপভরে, তুই এলি তার তরে ফাকি দিয়া সাধিতে কল্যান ॥ মদ্য মাংস তার সাথে খেয়েছিস এক পাতে, দেবী দেবী উভয়ে সমান । যম ধরিয়াছে জটে, তাই এসেছিল ছুটে, এতকাল ছিল না এ জ্ঞান | মরে যায় যদি পতি, তাতে তোর কিবা ক্ষতি, বঙ্গে তাছে বিধবার বিয়ে । নূতন মাতাল পাবি, সঙ্গে সঙ্গে মদ খাবি, রথা কষ্ট কেন হত্য দিয়ে ॥ চিতায় ঢালিলে মদ্য, অশৌচ ঘুচিবে সদ্য সঙ্গে সঙ্গে প্রেত:তু উদ্ধার । জন্মস্তিরে পাবে দেহ, সারমেয় কি বরাহ, শ্রীদ্ধে নাহি প্রয়োজন তার | বাক্যানলে জ্বলে শ্রুতি, সজল নয়নে সতী উত্তর দিলেন ধীরে ধীরে । পতি পত্নী এক দেহ, যে করে এতে সন্দেহ, পিশাচ গণনা করি তারে ॥