পাতা:শিব-সংকীর্ত্তন.djvu/৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( 86 ) না জানি আগম মৰ্ম্ম, পতি সেবা সার ধৰ্ম্ম পতিই প্রত্যক্ষ নারায়ণ । মা শুনিবো ইহা বিনা, বিধির বিধি মানিনা; পতিপদে আত্ম সমপন ॥ পতির পত্র-উচ্ছিষ্ঠ, ব্ৰহ্ম-চরু হতে শ্রেষ্ঠ, এই মম হৃদয়ে বিশ্বাস । তাতে যদি পাপ থাকে, যাই যাবো কুম্ভী পাকে, পতি সঙ্গে সেই স্বগবান । শাস্ত্রে লিখিলেন মনু, একপ্রাণে দুই তনু, পতি পত্নী চনক-সমান । বাপ তবে কি বিচারে, বিমুখ হবেন তারে কি দোষে হইবে ভেদ জ্ঞান ॥ বলিয়া বহু কু-কথা, দিলেহে মরমে ব্যথা, দিতে পারি প্রতিফল তার । কিন্তু হেন দুঃসময়, বিরোধ উচিত নয়, চলে যাও করি পরিহার ॥ বিধবা হবোন। আমি, জানেন তা অন্তর্যামী একান্ত না হয় যদি রূপা । পতি পদ ধরি বুকে, চিতায় উঠিবো সুখে, পরকালে যা করুন বাপ ॥ এদিকে রজণী ভোর, ভাঙ্গিল মোহের ঘোর উঠে সতী ছাড়িয়া নিশ্বাস ।