পাতা:শিব-সংকীর্ত্তন.djvu/৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেখিল, পাশে জননী, জাগিয়া সারা যামিনী দিতেছেন অঞ্চল-বাতাস ॥ প্রণতি চরণে মার, মরি হেন স্নেহ কশর, দেহপৎি তনয়ের জন্য । হেন জননীর ধার, শোধিতে যতন যার সেই এই ধরাতলে ধন্য | বস্ত্রাঞ্চলে মুছাইয়া চারু মুখখানি । মুখে জল দিয়া তারে বলেন জননী ॥ উঠে তায় জল খেয়ে ঘরে ঘাই চল । মাতৃ হত্যা করিয়া এহত্যায় কিবা ফল । হত্য দিলে একদিনে যা হবার হয় । দু-দিন থাকিতে মানা, ভৈরবের ভয় ॥ তামরি দুধের বাছা এ-কি বিড়ম্ব না । বয়স হইলে এসো করিবোন। মান ॥ কালি হয়ে গেল হেন সোণার বরণ । ননির পুতলি মোর ধুলায় শয়ন ॥ দুই দিন উপবাস পিয়াসে বিকল । মা হইয়। কোন প্রাণে দেখিবো মা বল ॥ এইরূপে যদি তুমি থাক চক্ষু চেয়ে । কিলাভ হইবে তবে হেন হত্যা দিয়ে ॥ জামাই বাচিলে বিয়ে হইবে তাবার । আমার হবেনা গেলে ফুরাবে সংসার ।