পাতা:শিব-সংকীর্ত্তন.djvu/৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( to ) যেদিকে ফিরিয়া চাই, সঙ্গী সেনা ঠাই ঠাই, ভুত প্রেত বিনা নাহি আর ॥ পিশাচী বেশ্যার দাস, - সংসর্গ নরক বাস, কীট প্রায় কুটনী বিকট । থাকিলে গরলে জ্বরি, ছাড়িলে উদাসে মরি, ঘটে ছিল উভয় সঙ্কট । বণিতা সতী সরলা, বলিতে কে দে দুবেলা, কি হবে গো ; গতি পরকালে ? দেখাতেম বাহাদুরি, কতু ব্রাহ্ম পথ ধরি, কৰ্ভু মিশে মিষণরি দলে । না-খ্ৰীষ্টাম নহি ব্ৰাহ্ম, কে জানে সে ধৰ্ম্ম মৰ্ম্ম, তবু তর্কে অণটে কার সাধ্য । ধন লাভে গুরু ক্ষাস্ত, প্ৰহারে রমণী শাস্ত, উপদ্রবে প্রতিবেশী বাধা ॥ তামরি সরলা সতী, পাইল এত দুৰ্গতি, পাপিষ্ঠ পতির হাতে পড়ি । তবু ক্ষুধা নিদ্রা ভুলে, পড়ে ছিল পদতলে, দেখিয়া রোগের বাড়াবাড়ি ॥ শেষে অন্তর্জলি কালে, জীবন সঁপিল জলে, নিরাশায় সংসার ছাড়িল । মরিয়া তৰু সপক্ষ, নতুবা দেব-কটাক্ষ, পাপী প্রতি কি হেতু পড়িল ?