পাতা:শিব-সংকীর্ত্তন.djvu/৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( et ) স্বপনে দেখেছি গে। মা ; শঙ্করের বামে শ্যামা, পদতলে বধু-মা, তোমার । চৌদিকে অনল জ্বলে, অামি তার মধ্যস্থলে, গাত্র দাহে করি হাহাকার | অভাগার সে দুৰ্গতি, বাপারে দেখায় সতী, চরণ ভাসায় অশ্রুপাতে । চাহিলেন দীনবন্ধু, উথলিল কৃপা-সিন্ধু— - অনল নিবিল খর স্রোতে ॥ সতীরে সাস্তুনা করি, হাস্য মুখে ত্রিপুরারি, দেখিতে দেখিতে অন্তধ নি । আমি শীঘ্র ব্যগ্র ভরে, ধরিনু সতীর করে, ছেড়ে দিতে না চাহিল প্ৰাণ ৷ সাদরে কহিল সতী, উঠ নাথ শীঘ্ৰগতি “এই মাত্ৰ শুনিতেছি কাণে । এদিকে হলে চেতন, ভাঙ্গিল সুখ-স্বপন, অন্তর্জলি স্থলে ধরাসনে । দিয়াছি দারুণ জ্বালা, বুঝিনু তাতেই বালা, সঙ্গে না রাখিল লোকাস্তরে । রহিল বড়ই খেদ, ঘটিল চির-বিচ্ছেদ, মৃত দেহে প্রাণ দিল ফিরে ॥ মুচায়ে মনের ব্যথা, বলিতাম দুটো কথা, না দিল তেমন অবকাশ ।