পাতা:শিব-সংকীর্ত্তন.djvu/৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( te ) নহি তার যোগ্য পতি, পাই যদি অনুমতি, সঙ্গে থাকি যেন ক্রীত দাস ॥ ঔষধ খাইবো কার, ধন্নস্তরি কোন ছার, ডাক্তারে ধরিন গণনায় । শুন নাই তুমি কি মা ! বাপার নাম মহিমা, পথ ছেড়ে শমন পলায় ॥ অপূৰ্ব্ব বাপার লীলা, অস্তুত কাহিনি। ভক্তিভাবে যে যা মাগে তাই দেন তিনি ॥ যুবকের ক্ষীণ তনু বলে পরিপূর্ণ। দণ্ডবৎ নতি করি উঠে পুন তুর্ণ । পুন দণ্ডবং পুন ভূমে অঙ্গ পাতি । অপরূপ দণ্ডীব্রত দণ্ডাকারে গতি ॥ তাতিল পথের বালি বাড়ে যত বেলা । পাপিনী জননী তার হইল উতলা ॥ রাগে গর গর মাগী বিষম ব্যাপিকা । চলিতে না পারি নিজে চাপিল শিবিকা । এদিকে যুবক দেখে মানস নয়নে । উদয় পাৰ্ব্বতীনাথ বৃষভ বাহনে ॥ প্রতি প্ৰণিপাতে পাতি দেন বাঘছাল । ঢাকেন তপনে বিস্তারিয়া জটাজাল ॥ ভক্তিভাবে বলে যুবা গদগদ বাণী । বল দেব দত্য কি আপনি শূলপানী ॥