পাতা:শিব-সংকীর্ত্তন.djvu/৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ०१ ) তব নিন্দ বিনা কভু ফেলিনে নিশ্বাস । তাই বলি কিলে ইহা হইবে বিশ্বাস ? নিজে মজিয়াছি আরো মজায়েছি পরে । জল-মগ্ন জন যেন ধরে অন্য নরে | বাড়িতে কৌতুক পেলে ঘুমন্ত সন্ন্যাসী । ঢালিতাম মুখে মদ শিয়রেতে বসি । দণ্ডী-খাট-যাত্রী দেখে আসিতাম ছুটে । পাঁচ জন জুটে তারে তুলিতাম পিঠে । পতিব্ৰতা পত্নী মম প্রতি সোমবারে । করিতে তোমার পূজা নানা উপচারে । শুনিয়া দাসীর মুখে খুলে গেল অঙ্গ । বাহিরে বীরত্ব করি ঘরে একি রঙ্গ ॥ গুপ্তভাবে সোমবারে থাকিয়। সন্ধানে । হাতে লোতে ধরিলাম দিব। অবসানে ॥ না শুনিলু সরলার কাকুতি মিনতি । পদানত পেয়ে তারে মারিলাম লাথি । আমার বর্ণিত হয়ে শিবপূজা করে । জগত যুড়িয়া যশ, যায় ছারে খারে । পর-পতি-সঙ্গ দোষ, বরং ঢাকা যায় । এ কাজে সমাজে মোর ঘাড় তোলা দায় ॥ হায় হায় মনে হলে প্রাণ কোঁপে উঠে ॥ ছড়াছড়ি উপাচার পদাঘাত চোটে ।