পাতা:শিব-সংকীর্ত্তন.djvu/৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ده ) তাই বলি সুখ নাই জীবনে মরণে । অন্তরের জ্বালা কবে ঘুচায় চন্দনে ॥ হাত দিলে ইহাতে রবে না তব মান । শিবের অসাধ্য ইহা হইবে প্রমাণ ॥ সে মোর সুখের মূল জগতে অতুল । সে বিন কৈলাস বাস যাতন। সঙ্কুল । তাণমিই বধের ভাগী হইয়াছি তার । পৃথিবীতে পাপী নাই সমান আমার ॥ ইচ্ছা হয় অন্য দোষে ক্ষমা কর নাথ । করি ও না কিন্তু নারী বধে পক্ষপাত ॥ বিনা দণ্ডে না চাহি এ পাপে পরিত্রাণ । নরকে ডুবিয়া জ্বালা করিবে। নিৰ্ব্বান । ন। জানিল পথশ্রম গভীর চিস্তায় । মন্দিরের দ্বারে এসে দণ্ডী খণটা লায় ॥ অনুতাপ উগ্র বহ্লি প্রচণ্ড উত্তাপ । সঙ্গে সঙ্গে দগ্ধ হয় হৃদয়ের পাপ ॥ পশুপক্ষী মুগ্ধ শুণি যুবার বিলাপ । মূঢ় জন বলে ইহা মোহের প্রলাপ । আমরা পারি না এর করিতে বিচার । বাপ বুঝিবেন যদি থাকে কিছু সার ॥ দ্বিজকুলে কুলাঙ্গার, আমি বাল্যকালে হে ! ম্লেচ্ছ মন্ত্র করি সার, মিশি সেই দলে হে !