পাতা:শিব-সংকীর্ত্তন.djvu/৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( هو ) আৰ্য্যশাস্ত্র বেদ বিধি, সব দিনু জলে হে ! ইট মিট পিট সাধি, বীজমন্ত্র বলে হে ! যুবা হয়ে ব্রাহ্ম হই, যজ্ঞ সূত্র ফেলে হে ! কিন্তু তায় শ্রদ্ধা কই, ঘুরি বাহ গোলে হে ! ব্রহ্মচিন্ত কদাচিত, করি নাই ভুলে হে ! তা হলে তো হিতাহিত, জ্ঞান হতো মূলে হে ! সে চিন্তা কঠিন কাণ্ড, ৰলি আজি খুলে হে ! যোগীদের ঘুরে মুণ্ড, কোথা লাগে ছেলে হে ! আছে বটে জন কত, ঋষি এই দলে হে ! কিন্তু সে কঠোর ব্রত, ভাক্ত কবে পালে হে ! করেছি পা তক যত, ভগুণসীর বলে হে ! বেদ বিধি শাস্ত্র মত, শাস্তি তুষানলে হে ! কে জানিতে। বিষ ফল, ছল-বৃক্ষে ফলে হে ! চক্ষু মুদে তাই জল, ঢালিয়াছি মূলে হে ! পতিব্ৰতা গুণবতী, পেয়েছিনু কোলে হে ! আত্মঘাতী হলো সতী, এই বিষে জ্বলে হে ! তার না আর না নাথ ! বীচি আমি মলে হে ! দেখে যাকৃ মুণ্ডপাৎ, বঙ্গে যত ছেলে হে । দু-পাত ইংরাজি শিখে, যার বুক ফুলে হে ! সেই যেন যায় দেখে, হৃৎপিণ্ড খুলে হে ! আয় আয় বুদ্ধিমান । একবার আয় রে ! বুজে আছে দুটো কাণ, তোদের কথায় রে !