পাতা:শিব-সংকীর্ত্তন.djvu/৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ৬২ ) মনে হলো যেন কেহ বলিলেন কাণে । ত্যজ বৎস ! অনুতাপ থেকে সাবধানে : জাগ্রতে নিদ্রার ভাব অপূৰ্ব্ব স্বপন । হৃদয়ে আনন্দ পূর্ণ প্রত্যক্ষ লক্ষণ } যাচিয়। বলেন বাপা, মাগ বাছ। বর । য। চাহ বাসনা পূর্ণ হবে অত:পর ॥ হরিষ বিষাদে যুবা চক্ষে ঝরে জল । শশিমুখী মুখ ভাবি হইল চঞ্চল ॥ রাজ্যধন বর কি ইহার ভাল লাগে । কীটে কাটে মৰ্ম্ম কিবা সুখ অঙ্গ রাগে ॥ ভাবিতে ভাবিতে শোক বাড়িল অপার । হ। প্রিয়ে ! হা প্রিয়ে ! বলি জুড়িল চিৎকার । স্বগে বসি কটাক্ষে দেখগে৷ গুণবতী । তোর পুণ্যে পাতকী পাইল অব্যাহতি ॥ স্থর-নদী গঙ্গা তুমি বারি নিরমল । অামি হে মলিন খাল পচা ঘোলা জল । দৈব যোগে স্রোত বেগে মিশিয়া তরঙ্গে । বাপার চরণ লাভ হলো তোর সঙ্গে ॥ বলিতে বলিতে যুবা হইল বিহবল ৷ ভক্তিভাবে গদ গদ প্রেমে ঢল ঢল । পাশ্বে পড়ি হত্য দেয় পতিত্ৰত। বালা । দেখিয়া যুবার ভঙ্গী হইল চঞ্চলা ॥