পাতা:শিব-সংকীর্ত্তন.djvu/৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ఆలి ) শীঘ্ৰ উঠে যুবার চরণ দুটা ধরি। অধোমুখে পদতলে বসিল সুন্দরী । অন্তৰ্ব্বাম্পে কষ্ঠ রোধ বিজড়িত স্বরে ॥ অতি ক্ষীণ কণ্ঠে সতী বলে ধীরে ধীরে ॥ পাইয়াছি তপস্যার ফলে গুণমণি । বাপার কৃপায় এই চরণ দুখানি ॥ নিত্য মাগি এই বর বাপার চরণে । পাই যেন এই ধন জীবনে মরণে ॥ যুবা বলে কে তুমি গো ! কেন ভ্রমে ভুলে, আশ্রয় লইতে এলে ছিন্ন তরুমূলে । অনুতাপ কীটে মম মরম আকুল ৷ নীরস পাদপে যথা পিপীলিকা কুল । স্বালায় অধীর হয়ে ছাড়িলু সংসার । মৃত্যুকালে কি করিবে তব উপকার । গঙ্গাজলে ভাসাইয়া দিনু নারী-রত্ন । নারীঘাতী আমি গো ! জানি না তার যত্ন । কুষ্ঠবর্ণ নীর-হীন জীমূত পাতকী । অশীতল ছায়া মম ছুয়ে না চাতকী । রূচি যদি হয় এই পাতকীর ধনে । যত চাও দিতে পারি এনে এইক্ষণে ॥ আত্মঘাতে প্রাণ প্রিয় গেল পরলোকে । আমিও সে পথে যাবে! ভাগ্যে যাহ থাকে ।