পাতা:শিব-সংকীর্ত্তন.djvu/৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় অধ্যায়। অল্পকালে এইরূপে মাহাত্ম্য বাপরি । দেখিতে দেখিতে বিশ্বে হইল প্রচার ॥ যে করে চরণে ভক্তি হৃদয়ে বিশ্বাস । ইহ পরকালে তার হয় না বিনাশ ॥ ন হীন প্রতি আরো বেশী কৃপাবান । কতই লিখিবো আছে অসংখ্য প্রমাণ ॥ একদিন দীন হীন। নারী শূদ্র জাতি । বাপার উদ্দেশে মাঠে চলে দ্রুতগতি ॥ নূতন কলসে লয়ে গোরস নিজ লা । পূরদ্বারে উপনীত দুপ্রহর বেলা ॥ যাহারে সম্মুখে দেখে তাহারে শুধায় । কে লবে বাপার দুগ্ধ রাখিবো কোথায় । মাগী জানে এখানে কপট শঠ নাই । দেব স্থানে ঋষি তুল্য সরল সবাই ॥ কিন্তু হায় কালের মাহাত্ম্য কোথা যায় । গ্ৰহদোষে দুঃখিনী ঠেকিল ঘোর দায় ॥ সৰ্ব্বভুতে সমভাবে করুণা বাপার। শত অপরাধে ক্ষমা অভ্যাস র্তাহার ॥ দেখিয়৷ উদার ভাব সাধু সঙ্গে মিশে । জীয়ন্ত পিশাচ কত ফিরে ছদ্ম বেশে ।