পাতা:শিব-সংকীর্ত্তন.djvu/৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ৬৯ ) কেহ বিপ্ররূপ কেহ সেজেছে দোকানী । কেহ পুরাতন কেহ নয়া আমদানি ॥ কেহ বা পূজক বেশ কেহ বা পাঠক । ঘুরে ফিরে চারিদিকে নানামত ঠক ॥ নিয়ত বাছাই হয় তবুও কমেন । তাই বলি ভুত বিনা বাপার চলে না । জুটিল জনেক ধূৰ্ত্ত পুরীর বাহিরে । গেরুয়া বসনধারী জটাজুট শিরে । বিরলে মাগীরে ডাকি বলে কাণে কাণে । ঠেকিবে ঠকের হাতে যেওনা ওখানে ॥ ডালাধরা পূজারী সবাই এক যোগ । দিবে না বাপারে তারা এ দুধের ভোগ ॥ ধনী যাত্ৰী ধরি এই দুধ দেখাইয়া । হাতে হাতে দুনা মূল্য লইবে গণিয়া ॥ উৎহষ্ট নৈবেদ্য দিয়া লয় পুরা দাম । তবুও সংকল্পে লইবে না তোর নাম ॥ ছল করি নানা মতে লয় দশ গুণ । টাকা কম দিলে তারে মেরে করে খুন ॥ তোর দুঃখ ভেবে ইচ্ছা হয়েছে আমার । নিজে গিয়া ঢালি দুগ্ধ মস্তকে বাপার ॥ মাগী ভাবে শুভক্ষণে আসিয়াছি মঠে । এ-হেন সাধুর সঙ্গ ভাগ্য গুণে ঘটে ।