পাতা:শিব-সংকীর্ত্তন.djvu/৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

هلع পাছে পাছে ফিরেন। কিন্তু অভক্তের কোন উপায় নাই। আজকাল আবার এই ভাগই বেশী । মোহান্তের cy স্থাপনের পর, অনেক অভক্ত কেবল এই কলের tē్వడా আমোঙ্গের খাতিরে এই পবিত্র স্থানে যাইয়: কৃতার্থ হইয়াছে। যাইবার সময়ে বগলে বোতল, সঙ্গে বীরাঙ্গন, এবং গাড়ীতে ঢলাঢলি করিয়াছে । এমন সকল পাষণ্ড ও এই পবিত্র স্তানের মাঙ্গাত্ম্যে ভক্ত হইয়া ফিরিয়াছে । পূৰ্ব্বকালে বাপরি পুরীতে প্রসাদের কোন বন্দবস্ত ছিলনা। বর্তমান মোহান্ত মধ্যাঙ্গে নানাবিধ নিষ্টান্ন ভোগ দিয়া প্রসাদ বিতরণ করিতেছেন । ব্রাহ্মণ সজ্জন অতিথি ভিখারী কেহই অভুক্ত ফিরে না । মোহান্তের নি:স্বার্থ পরহিত রতের সাক্ষ্য দিবার জন্য শত শত বালক পাঠ্যপুস্তক হাতে লইয়া আদিতেছে । এদেশে মুলে স্কুল ছিলনা । মোতা স্তু হইতেই ইহার স্বষ্টি । সৰ্ব্বভূতে তার বে সমান দয়া, তা তার কত ডাক্তার থানাতেই পরিচয় পাওয়া যায় । তারপর সে দিন সংস্থত কলেজে বেদ শিক্ষার জন্য কয়েক সহস্র টাকা দিয়াছেন । মোহান্তের ধন সম্পত্তি সমগ্রই সাধারণ লোকে ল উপকারের জন্য । প্রার্থীকে প্রত্যাখ্যান কর। এর কোষ্ঠীতে লিখে নাই । পুষ্করিণীর মাছ, বাগানের ফল, ক্ষে: এর ফসল সমস্তষ্ট দশ বা দানের জন্য । জমিদারির প্রজার। সৰ্ব্ব সুখে সুপী । পণ্ডিতের সম্মান, বেদ পূরাণ অনুশীলনে উৎসাহ দান এবং সাধু সন্ন্যাসীর পোষণ আদি কাৰ্য্য এর নিত্য ব্ৰত। নাট