পাতা:শিব-সংকীর্ত্তন.djvu/৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( १९ ) বৃদ্ধ দশা সহিতে না পারি উপবাস । গেলাসে গোরস ঢাল মিটাই পিয়াস ॥ ছাড়িয়াছি ঘর দ্বার গাছ তলা সার । বড় পুণ্য হবে দেও ব্রাহ্মণে আহার ॥ মহাপাপ হবে যদি করগে বঞ্চিত । বুঝিয়া করহ কাৰ্য্য যা হয় উচিত । মাগী ভাবে, দায়ের উপরে একি দায় । ক্ষমা কর ঠাকুর ধরি গো দুট পায় ॥ এনেছি বাপার দুগ্ধ বলি সত্য কথা । খাও যদি এখনি ধরিবে শূল ব্যথা ॥ অথবা মরিবে সদ্য মুখে রক্ত উঠে । ভেবে দেখ দুই দিকে ব্ৰহ্মহত্য ঘটে ৷ এক দণ্ড ক্ষুধা সহ কর দ্বিজবর । এসে হে গোপের গৃহে পাবে ক্ষীর সর ॥ আমিও মাগিতে যাবো তাদের নিকটে । বাপার দক্ষিণ লাগি ঠেকেছি শঙ্কটে ॥ দুঃখিনীর প্রতি বাবা, কারো দয়া নাই । নগদ দক্ষিণ। তার দুটি টাকা চাই ॥ দিনান্তে যুটে না অন্ন বিধবা রমণী । হাতে আটা মেখে, মাঠে ধান খুটে আনি ॥ ধানভানা কাজে বাবা দুই বেলা যাই । মধ্যান্ধুে পতিত মাঠে গাইট চরাই ॥