পাতা:শিব-সংকীর্ত্তন.djvu/৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( १७ ) ধূলায় লুটায়ে কাদে দুগ্ধপোষ্য ছেলে । অবকাশ নাই স্তন দিতে কোলে তুলে । মানসিক ছিল এই চরণে বাপার । অগ্রভাগ দুগ্ধ দিয়ে সত্যে হবো পার ॥ হইয়াছে এই দুগ্ধ প্রথম দোহনে । কে জানে ঘটিবে দায় দক্ষিণ বিহনে ॥ না জেনে করেছে। লোভ তবু ভয় হয় । অপরাধ ক্ষমা চাও, তিনি দয়াময় ॥ দ্বিজ বলে বাছা তুমি কেমন চণ্ডাল । বাজে কথা লইয়া তুলিলে গোলমাল ॥ দারূণ পিয়াশে ব্রাহ্মণের যায় প্রাণ । কে বাপা ! তাহার জন্য এত কেন টান | এ কাজে যদ্যপি কোপ করে তোর বাপ ! বুঝিলাম তবে সেট নিতান্তই ক্ষেপ । নফর ভেজায়ে করে দক্ষিণ আদায় । আমি তো মানিনা বাছা ! হেন দেবতায় ॥ শুষিবে কলসী তোর একই চুমুকে । যা করে করুক বাপা সাধ্য যদি থাকে । দয়া মায়া নাই তার হৃদয় কঠিন । তার মঠে লোক কেন যায় প্রতিদিন । দুগ্ধ দিয়া যদি মোর রক্ষা কর প্রাণ । মঙ্গল করিবো তোর বাড়াবো সম্মান ॥ ( a )