পাতা:শিব-সংকীর্ত্তন.djvu/৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

مر Y २ १४ X যা চাও তাঁহাই দিবে। সত্য অঙ্গীকার । চিরজীবী হবে তব যুগল কুমার ॥ শীঘ্ৰ দুগ্ধ দেও রাখ এই অনুরোধ । বিলম্বে পাবে না বর হবে বাক-রোধ ॥ তেজোপুঞ্জ দ্বিজ দেখে ভক্তি ছিল অাগে । শুনিয়া বাপার নিন্দ জ্বলে মাগী রাগে । কলসী রাখিয়া ভূমে দিয়া অঙ্গ ঝাড়া । বলে, রাখ ঠাকুর গো বামনাই নাড়া ॥ পরে বর দিতে চাও, ক্ষমতা তো ভারি । পেটের জ্বালায় নিজে পথের ভিখারী ॥ তেল বিন গায়ে খড়ি জটা ঝুলে চুলে । ছেড়া খোড়া চৰ্ম্ম বুলি হাতে লো-লো ঝুলে । বস্ত্র নাই ছেড়া চাম তোমার কেীপীণ । কি ধন বিলাবে তুমি নিজে দীন হীন । ব্রাহ্মণ বলিয়া কিবা কর অহঙ্কার । দেখেছি তোমার মত কত অবতার ॥ রোগে জীৰ্ণ শীর্ণ দেহ দাড়ি নখ চুল । মুখে, বাপা বাপা রব র্কাদিয়া আকুল । পাজি পুথি ফুল কুশ ভুমে ছড়াছড়ি । উঠানে ব্রাহ্মণগণ যান গড়াগড়ি ॥ দ্বিজ বলে, রাখ- তোর বাপার বড়াই । কি করে করুক আমি দুধ ঢেলে খাই ॥