পাতা:শিব-সংকীর্ত্তন.djvu/৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ھسپt ) স্বনাম স্বাক্ষরে বাধে বিষম উৎপাৎ । কলম ছুইলে তার কাপে ডান হাত ॥ একদিন এই জন্য মহা পীড়াপীড়ি । লিখিলেন নাম বড় অনুরোধে পড়ি ॥ স্বাক্ষরের শ্রমে গুরু ছাড়েন নিশ্বাস । বামে অঙ্গ ভাসে শিষ্য করিছে বাতাস | বাধিল বিষম গোল গুরুজির ভ্ৰমে । লিখেছেন দস্ত্য ( স ) নামের প্রথমে ॥ একালের ছেলে গুলো বড়ই প্রবল । “ভুল ভুল” বলে তার হাসে খল খল ॥ করতালি দেয় তার বলে উচ্চৈস্বরে । বুড়া পণ্ডিতের ভুল প্রথম অক্ষরে ॥ বহু লোক জড় কিন্তু সব সমতুল । বুঝিতে না পারে কেহ হয়েছে কি ভুল ॥ একজন সাহসী কোমর বেঁধে বলে । । ছেলে গুলো স্কুলে খৃষ্টানী মতে চলে । ব্ৰাহ্মণের লেখা কি ওদের সঙ্গে মিলে । তাতেই বলিল ভুল” হতভাগা ছেলে ॥ ছেলে বলে, বুঝেছি বিদ্যার পরিচয় । হইবে মূর্ধণ্য “ষ • দন্ত্য “স” তো নয় ॥ ষত্ব ণত্ব জ্ঞান নাই মিছা ভারি ভুরি । এই মুখে গোসাএী করেন শুরুগিরি : ,