পাতা:শিব-সংকীর্ত্তন.djvu/৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( yసి ) তামিও হাজির তাছি চাই মন্ত্র দীক্ষা । কিন্তু আগে চাই প্ৰভু সামান্য পরীক্ষণ ॥ **বোনান।” বলিলে যদি রক্ত জল হয় । রাঙা রঙ ঘুচে যায় শ্বেত স্বচ্ছ রয় ॥ সেই দণ্ডে শক্তিমন্ত্র ভাসাইয়া জলে । গড়াগড়ি দিবো পড়ি তব পদতলে ৷ একচেটে গুরুগিরি ঘটিবে তোমার ! হিন্দু ম্লেচ্ছ এক নায়ে হবে ভবপার ॥ কুকুড়া বোনাৰে চাচা কুমড়া বলিয়া । বৈষ্ণব কচ্ছপ মাংস খাবে বোনাইয়া ॥ মরমে জ্বলেন গুরু জগুর কথায় । বাহিরে গম্ভীরভাব রাখেন বজায় ॥ অতি কষ্টে কাষ্ঠহাসি দেখা দিল ঠোঁটে । বলিলেন গাজায় সকল পপ কাটে ! সহজে জগুর হাতে পেলেন নিস্তার ! বিষম বিভ্ৰাট কিন্তু বাধিল আবার ॥ শিষ্য মধ্যে দামু লাহা সবার প্রধান । সহরে লহরে তার সদের দোকান ৷ প্রত্যেক পিপায় হয় লাভ চারি গুণ । দামু ভাবে স্ত্রগুরুর চরণের গুণ ॥ প্রত্যহ লাভের অঙ্কে খাতায় খাতায় । গুরুর একাংশ প্রাপ্য জম। লেখা যায় ॥