পাতা:শিশু-ভারতী - অষ্টম খণ্ড.djvu/১০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিশু-ভাল্লভী পর্যবেক্ষণের দ্বারা জানা গিয়াছে যে পৃথিবীর বায়ুমণ্ডলের ন্যায় শুক্রেও বায়ুমণ্ডল আছে । ইহাও স্থির হইয়াছে যে শুক্রের বায়ুমণ্ডল পৃথিবীর বায়ুমণ্ডলের প্রায় দ্বিগুণ। জ্যোতির্বিবদের চোখে শুক্রগ্রহে আর একটি বিষয় ও ধরা পড়িয়াছে। পৃথিবীতে çTIR ERF2'si (Aurora-Borealis) দেখিতে পাওয়া যায়, শুক্রগ্রহেও তাহা আছে । শুক্র গ্রহের মেরু ও সময়ে সময়ে সেই অত্যাশ্চৰ্য্য আলোকে উদ্ভাসিত হইয়া দীপ্তিমান হষ্টয় উঠে । পূৰ্ব্বেই বলিয়াছি যে পৃথিবীর উপগ্রহ চন্দ্রের ন্যায় শুক্রগ্রহের কোন উপগ্রহ নাই । তবে শুক্র গ্রহে যদি কোন জীল থাকে তাহাদের চন্দ্রের অভাল পৃথিবী হইতেই অনেকটা দূর হইতে পারে। শুক্র গ্রহ ও পৃথিবী যখন পরস্পর নিকটবর্তী হয় তখন শুক্র গ্রহের অন্ধকার দিকটি পৃথিবীর দিকে এবং পৃথিবীর আলোকিত দিকটি শুক্র গ্রহের দিকে ফিরিয়া থাকে। পৃথিবী হইতে আলোক প্রতিফলিত হইয়া শুক্র গ্রহে জোৎস্নার স্বষ্টি করে । শুক্র গ্রহে সমুদ্র এবং বায়ু আছে এবং সেই বায়ুতে জলীয় বাষ্পও আছে, পরীক্ষায় এ সমস্ত জানা গিয়াছে। গ্রন্থটি স্বৰ্য্য হইতেও তাপ পাইয়া থাকে। সে তাপ পৃথিবী যাহা পায় তাহা অপেক্ষা বেশী হইলেও শুক্র গ্রহে বরফের সন্ধান পাওয়ায় জানা যাইতেছে যে সে তাপ গ্রহটিকে বাসের অনুপযোগী করিয়া তোলে নাহ। শুক্রগ্রহ যদি আর সকল দিকে পৃথিবীর মতই হয় তাহাতে জীবই বা কেন না থাকিবে ? মঙ্গল গ্রহে যেমন জীবসম্ভাবনা আছে বলিয়া জ্যোতির্বিবদেরা কল্পনা করেন, তেমনই শুক্রগ্রহে জীবের বাস সম্ভব বলিয়াও তাহারণ মনে করিয়া আসিতেছেন। মঙ্গলগ্রহ ও শুক্রগ্রহে যদি বুদ্ধিমান জীব থাকে, তবে তাহারাও হয়ত মনে করে পুথিবীতে কি জীবনিবাসের সম্ভাবনা আছে ? এবং এইরূপ ভাবনা করা তাহদের পক্ষে সম্পূর্ণ স্বাভাবিক । শুক্রগ্রহ ইউরোপীয়দের নিকট নারী রূপে কল্পিত। সৌন্দর্য্যের আদর্শ প্রতিমা । আমাদের পুরাণে শুক্র পুরুষ ও নারী দুই অৰ্দ্ধ চন্দ্রাকার শুক্র রূপেই কল্পিত হইয়াছেন। পুরুষ যেমন— দৈত্যগুরু শুক্রাচার্যা। কনারকের সূৰ্য্য মন্দিরের মূৰ্ত্তি মধ্যে শুক্র নারী মূৰ্ত্তির আকারেও খোদিত রহিয়াছেন। এমন সময়ও আবার হয় যখন শুক্র ভ্রমণপথে ঘুরিতে ঘুরিতে সূৰ্য্য ও আমাদের এই পুথিবীর মধ্যে আসিয়া পড়ে, তাহাকে *** *to “transits of Venus" on “শুক্ররবি যুতি।” এ সময়ে শুক্রকে সূর্যের দীপ্তিমান বুকে এক ক্ষুদ্র কৃষ্ণ বিন্দুর মত দেখায়। ১৮৮২ খৃষ্টাব্দে একবার ইহা ঘটিয়াছিল, আবার ২০০৪ খৃষ্টাব্দের ৮ই জুন হইবে। ミbrtr8