পাতা:শিশু-ভারতী - অষ্টম খণ্ড.djvu/১০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চাৰ মিথ্যাবাদী, ভণ্ড ! আমরা পূৰ্ব্বপুরুষদের আচরিত ধৰ্ম্ম কিছুতেই পরিত্যাগ করিব না। তবে তুমি যদি সত্যবাদী। হও তবে আমাদিগকে তোমার আল্লার নিদর্শন দেখাও। হজরংছালেহ, একটি উটনী তাহাদিগকে দিয়া বলিলেন,-“এই উটনী আমার আল্লার নিদর্শন। -তোমরা ইহাব প্রতি কেহ কোন আঘাত বা অত্যাচার কপিবে না ; ইহাকে স্বাধীনভাবে চরিতে দিবে। যদি কেহ ইহাকে হত্যা কর তবে তোমাদের উপর আল্লার অতিসম্পাত নামেন্স হইবে।” আরব দেশে সাধারণতঃ জলের অভাব। ছাযুদ্ধ জাতির বাসস্থান, আলুহিজর নামক প্রদেশটা পৰ্বতময় , এ স্থানে ধুপ, পুষ্করিণী বা কোন জলাশয় নাই। শুধু মধ্যে মপো দুই একটি পাৰ্ব্বত্য ঝরণা দৃষ্টিগোচপ হয। এই ঝৰণা হইতেই ছামুদ জাতির জল সপববাহ হইত। কিন্তু জলেল পরিমাণ যথেষ্ট নয় বলিয়া অনেকেই প্রয়োজনমত জল পাইত না। সুতরাং এই জল লইয়া তাতাদের মধ্যে বিষম ঝগড়াবিবাদ এমনকি রক্তারক্তি পর্য্যস্ত হইত। এখন আবাৰ আপ এক নূতন বিপদ উপস্থিত হইল। একেত তাহাদেরই জল আকুলন হয় তাহাতে আবার উটনীটী ইচ্ছামত জলপান করাতে অনেকের বিষম বিপদ উপস্থিত হইল। এজন্য হজরত ছালেহের নিকট কেহ কেহ অভিযোগ আনয়ন করিল। তিনি ব্যবস্থা করিলেন,--“একদিন উটনী ইচ্ছানুরূপ জলপান করিবে, পরদিন তোমরা সমস্ত জল আবশ্যকমত লইয়া যাইবে।” কিন্তু ইহাতে তাহাম্বের জলের অভাব মোচন না হইয়া বলং বাডিয়া গেল । স্বাৰ্থপৰ চতুর ব্যক্তিরা সুযোগমত আগেই প্রচুর জল লহয়া যাহত ; অপেক্ষাকৃত নিরীহ ব্যক্তিরা প্রয়োজনমত জল পাইত না। সুতরাং তাহারা হজরত ছালেহেব ব্যবস্থায় সন্তুষ্ট হইতে পারিল ন, ববং উটনীকে ঈর্ষার চোখে দেখিতে লাগিল । তাহারা মনে কলিল এই উটনীকে হত্যা করিতে পারিলেই তাহাদের বিপদ লঘু হইবে। ক্রমে বিদ্রোহীদের দল পুষ্ট হইতে লাগিল। তমাল অবশেষে একদিন তাহারা ষড়যন্ত্র করিয়া উটনীকে হত্যা করিয়া ফেলিল। শুধু ইহাতেই তাহাদের ঈর্ষানল নিৰ্বাপিত হইল না ; বরং উহাতে স্বার্থের বায়ু-সংস্পর্শে সহস্ৰ লেলিহান জিহ্বা বিস্তার করিয়া হজরত ছালেহের মস্তক স্পর্শ কবিল। তাহাবা মনে কলিল ছালেহ এবং তাহাব অতুগামিগণই সমস্ত অনর্থের মূল। সহবের মধ্যে নয় জন কুচক্রী ছিল। তাহারা ষড়যন্ত্র করিল, সকলে মিলিয়া একযোগে ছালেহ, ও তাহাব পরিবারবর্গকে আক্রমণ করিয়া নিঃশেষ করিলে ; তাহা কইলে নিদিষ্ট কাহারও উপর দোষ বণ্ডিবে না। তাহাদের এই দুরভিসন্ধি হজরত ছালেহেব રુનઃનાb૬ ફે૮૭ તાવ નજિન મા , નિજી ડિભિ নিরুপায় ! তাহার সঙ্গে। মাত্র কয়েকজন বিশ্বাসী লোক ছিলেন। স্বতবাং দুষ্টদের হাত হইতে জীবন রক্ষা করা। তাতার অসম্ভব বলিয়া বোধ হইল । অতএব তিনি জীবন-মৃত্যুর মালেক বিশ্বজগতের প্রতিপালক আল্লার নিকট প্রার্থনা করিলেন –"হে দয়াময় আল্লাহ, আমার অঙ্গ দেশবাসীগণ তোমার প্রতি ঈমান আনিল না ; বরং তাহারা আমার ও আমার সঙ্গিগণের প্রাণনাশে উদ্ধত হইয়াছে। হে দয়াল ! আমি তোমার শরণাপন্ন হইলাম, তুমি আমাদিগকে রক্ষণ কর।” I ছামু জাতির পাপ কাণায় কাণায় পূর্ণ হইয়াছিল । সুতরাং তাহাজের শাস্তি অনিবার্যা হইয়া একদিন হঠাৎ মহাশব্দে বিষম ভূমিকম্প হইল। মৃত্তিক বিদীর্ণ হইয়া, ভূগর্ভ হইতে কদম, বালি নির্গত প্রভৃতি হইতে লাগিল ; ঘৰবাড়ী, দালান-কোটা কম্পনবেগে ধ্বসিয়া পড়িল । পাহাড়ের গুহাগুলি ভাঙ্গিয়া ছারখাব হইয়া গেল। গুহাবাসীরা পাহাড়ের চাপে জীবন্ত সমাধি লাভ করিল। আদজাতির ন্যায় ছামুদ জাতিরও পতন হইল। হজরত ছালেহ তাহার সঙ্গিগণসহ শামদেশে গমন করিলেন। তথায় জীবনের অবশিষ্টকাল ইছলাম প্রচার করিয়া পরিণত বয়সে স্বর্গারোহণ কবিলেন। brs>