পাতা:শিশু-ভারতী - অষ্টম খণ্ড.djvu/১৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাঙ্গালার কথা দেবপাল ও স্বমাত্রান্ধীপের রাজা বালপুত্রদেব ধৰ্ম্মপালের মৃত্যুর পরে তাহার উপযুক্ত পুত্র দেবপাল লিঙ্কাব ও বাঙ্গালাব সিংহাসনে অীবোহণ কপিলেন । দেবপাল ও পিতার মত বীর ছিলেন । দেবপালেব মন্ত্রীর নাম ছিল দর্ভপাণি । দর্ভপাণির বংশধর অহঙ্কার কবিয়া লিখিয়া গিয়াছেন যে, দর্ভপাণি নিজের নীতিকৌশলে হিমালয় হইতে বিন্ধ্য পৰ্ব্বত পর্যন্ত এবং পশ্চিমে আরবসাগর হইতে পূৰ্ব্বে বঙ্গোপসাগর পর্য্যস্ত সমস্ত ভূমি দেবপালের অধীন করিয়াছিলেন। ইহা হইতে এই বুঝা যায় যে, মান্তখেতের রাষ্ট্রকূটবংশ এবং ভিল্লমালের গুর্জর-প্রতীহার বংশ, এই হুই বংশের সহিত যুদ্ধ করিয়াই দেবপাল নিজের পৈত্রিক অধিকার বজায় রাখিতে সমর্থ হইয়াছিলেন। দেবপালের এক ছোট ভাই ছিল, র্তাহার নাম জয়পাল । এই জয়পাল যুদ্ধ করিয়া কামরূপ (আসাম ) ও উড়িষ্যার রাজাদিগকেও হারাইয়া দিয়াছিলেন। দেবপাল প্রায় চল্লিশ বৎসব কাল রাজত্ব করেন। এই দীর্ঘ রাজত্বের শেষভাগে ভিল্লমালের গুর্জরপ্ৰতীহাব বীজগণ আবাব প্রবল হইয়া উঠিলেন। গুর্জর-প্রতীহার-রাজ ভোজ কান্তকুজ দখল কবিয়া লইলেন এবং পালবংশের তাধিকা ব বাঙ্গলা ও বিহারেই সীমাবদ্ধ হইয়া রহিল। মুদগাগিরি বা মুঙ্গেরে দেবপালের রাজধানী ছিল । এই যুগে ভাবতমহাসাগরের দ্বীপগুলিতে বৌদ্ধধৰ্ম্মের প্রচাব হইয়াছিল। হুমাত্র দ্বীপের নাম ছিল তখন সুবর্ণদ্বীপ। এই সুবর্ণদ্বীপ ও যবদ্বীপ বা বৰ্ত্তমান জাভা জুড়িয়া তখন একটি রাজা ছিল । রাজ্যের নাম ছিল শ্ৰীবিজয় রাজ্য। এই রাজ্যের রাজবংশের নাম ছিল শৈলেন্দ্র বংশ। দেবপাল যখন বাঙ্গালা ও বিহারে রাজত্ব করিতেছেন, তখন স্ববর্ণদ্বীপে শৈলেশ্রবংশীয় বালপুত্রদেব রাজত্ব করিতেছিলেন । কলিকাতার দিক্ষিণস্থ তাম্র