পাতা:শিশু-ভারতী - অষ্টম খণ্ড.djvu/১৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

---------------- ब्वब्यब्व"i>न *-------- -- 육 রোদের লেলায় তাশথ তলায় ঘাসের পরে আসি রাখাল ছেলের মত কেবল লাজাই বসে’ লাশি । ডালের পরে ময়ুর থাকে পেখম পড়ে ঝুলে, কাঠবিড়ালা ছুটে বেড়ায় ল্যাজটি পিঠে তুলে । কখন আনি ঘুমিয়ে যেতেম দুপুব বেলার তাতে-- লক্ষণ ভাই যদি আমাৰ থালত সাথে সাথে । সন্ধ্যে বেলায় কুড়িয়ে আনি শুকোনো ডালপালা, বনের ধারে বসে’ থাকি আগুন হ'লে জ্বালা । পাখীরা সব বাসায় ফেরে, দূরে শেয়াল ডাকে, সন্ধ্যে তারা দেখা যে যায় ডালের ফঁাকে ফঁাকে । i মায়ের কথা মনে করি বসে’ আঁধার রাতে,-— লক্ষণ ভাই যদি আমার থাকৃত সাথে সাথে ! সন্ধ্যে বেলায় কুড়িয়ে আনি শুকোনো ডালপাল। ২৯৪১ --------------------------