পাতা:শিশু-ভারতী - অষ্টম খণ্ড.djvu/১৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

-----------هسته سه جهته به ته.

AASAASAASAASAASAAAS করিলেন। এই নূতন মৈত্রীবদ্ধ সাম্রাজ্যের নেতৃত্ব লাভ করিয়া এথেনসের বিশেষ প্রতিষ্ঠা হইল। গ্রীসের নেতা সাইমন (Cimon) থেমিষ্ট্রোক্লিস ও এ্যারিষ্টিডিসের পরে সাইমন এথেনসের নেতা হইলেন। সাইমনের পিতা মিলটিয়াডিস্ মারাথনের (Marathon) রণক্ষেত্রে অপূৰ্ব্ব বীরত্ব প্রদর্শন করিয়াছিলেন, সে কথা তোমরা এ্যারিষ্টিডিস জান। সাইমন-যৌবনে স্যালামিসের যুদ্ধে বীরত্ব প্রদর্শন কবিয়া গ্ৰীকৃষ্কের-এথেনীয়দের প্রতিভাজন হইয়াছিলেন। এ্যারিষ্টিডিস্ র্তাহাকে যখন দেশের জনগণের নিকট পরিচিত করেন, তখন সকলেই র্তাহাকে শ্রদ্ধার সহিত গ্রহণ করিয়াছিল। সাইমন র্তাহার প্রতিভা-বলে অতি অল্প সময়ের মধ্যে এথেনসের সম্রাস্ত ব্যক্তিগণের অর্থাৎ রক্ষণশীল সমাজের প্রধান হইয়াছিলেন। লাইমন পিতার গ্ৰীস—এথেন্সন রণ-নৈপুন্ত উত্তরাধিকার-সূত্রে লাভ করিয়াছিলেন। র্তাহার উপর ( Dellan-League ) এর নেতৃত্বভার উপযুক্ত লোকের উপরই অপিত হইয়াছিল। পারসিকেরা তাহার নিকট যেরূপ ভাবে বিপৰ্য্যস্ত হইয়াছিল, অন্য কোনও গ্রীকৃ বীরের নিকট তাহা হয় নাই । তাহার নেতৃত্বে গ্ৰীক সৈন্য বাহিনী কৃষ্ণসাগরের ( Black sea ) তীরবর্তী गभूमब्र ওীকৃ নগরগুলিকে পারসিকদের অধীনতা হইতে মুক্ত করিতে পারিয়াছিল। ফলে এসিয়ার গ্রীসঅধিবাসীরা এক বিরাট গ্রীক জাতিতে পরিণত হইলেন। গ্রীকেরা যেমন একটির পর একটি করিয়া যুদ্ধে বিজয়লাভ করিয়া পারসিকদিকের হাত হইতে গ্রীসদিগকে স্বাধীন করিতেছিলেন, তেমনি সঙ্গে *it* Delian-League *1 qvfwiwf- rit*;«« অনেক পরিবর্তন ঘটিতেছিল। পূর্বের বিধান অনুযায়ী এথেনসের জন্য বণতরী ইত্যাধি দেওয়ার পরিবর্তে নগদ টাকা দেওয়ার ব্যবস্থা হইল । ফল ভালই হইল, এথেনীয়ের নিজেদের ইচ্ছামত রণতরী নিৰ্ম্মাণ করিয়া রণবহরের শক্তি বৃদ্ধি করিতে লাগিলেন । এইভাবে এথেনীয় রণবহরের এতদূর শক্তি বৃদ্ধি পাইল যে, যদি কেহ সম্বের গঠনকে অস্বীকার করিতে চাহিত, তাহা হইলে সেই সব নগরের অধিবাসীদিগকে সহজেই শাসন করিতে পারিতেন । এই ভাবে ডিলোসের ধনাগার আপনা হইতেই এথেনসে আসিয়া পড়িল। এথেনসের এই শক্তিশালী নৌবহরের স্বষ্টি হইয়াছিল ৪৫৪ খৃঃ পুঃ অব্দে। এদিকে স্পার্ট এবং তাহার পোলোপেনিসিয়ার সহযোগীরা এথেনসের এইরূপ উন্নতিকে বিদ্বেষের চোখে দেখিতেছিলেন। যতদিন সাইমন এথেনসের সৰ্ব্বময় কৰ্ত্তা ছিলেন, ততদিন স্পার্টার সহিত কোন রূপ গোলযোগ বা অশান্তির স্বষ্টি হয় নাই । তিনি কোনও প্রভাবশালী প্রতিবেশীর সহিত কলহ করিতে অনিচ্ছুক ছিলেন । র্তাহার ইচ্ছা ছিল,—এথেনস্ সমুদ্রের উপর একাধিপত্য বিস্তার করিবে, স্পার্ট। স্থলভাগে আপনার প্রভুত্ব বিস্তার করুক না কেন, তাহাতে এথেন্সের বাধা দিবার কোনও সঙ্গত কারণ নাই। সাইমন একথাটা বিশেষ ভাবেই উপলব্ধি ❖ፅፃ جهتهاه