পাতা:শিশু-ভারতী - অষ্টম খণ্ড.djvu/১৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

------------- - - -


- - - - - -

কবি মিলটন তোমরা পূৰ্ব্বে মার্লো, সেক্সপীয়র ও বেনজনসনের কথা পড়িয়াছ (শিশুভারতী, ২১৩২ পৃষ্ঠা )। এইবার তোমাদের কাছে আর একজন প্রসিদ্ধ ইংরেজ কবির কথা বলিতেছি। ইহার নাম f:GR I štstă af55 Paradise Lost stä নাম তোমরা হয়ত শুনিয়াছ। শুধু যে Paradise Lost & Paradise Regained এই দুইখানি কাবা তিনি লিখিয়াছিলেন তাহা নহে, এই দুইটি ছাড়া আরও কয়েকটি কাব্য গ্রন্থ ও বহু কবিতা তিনি লিখিয়াছেন । তোমাদের কাছে ক্রমে সে সকল কথা বলিব। প্রথমে তাহার জীবনকথা শোন । মিল্টনের পিতা লণ্ডন নগরে বসবাস করেন। এইখানে ১৬৭৮ খৃষ্টাব্দে ৯ই ডিসেম্বর মিল্টনের জন্ম হয়। র্তাহার পিতা সঙ্গীতানুরাগী ছিলেন। তিনি যেমন চরিত্রবান তেমনি সাধু প্রকৃতির লোক ছিলেন। র্তাহার 》 - o ੋ গান রচনা করিবার শক্তিও ছিল এবং তাহার রচিত সঙ্গীতগুলি কবিত্ব হিসাবেও লোকের কাছে আদরণীয় হইয়াছিল। মিল্টন কাবা ও সঙ্গীতের আবহাওয়ায় মানুষ হওয়ায় বাল্যকাল হইতেই র্তাহার প্রাণে কবিতার প্রতি অনুরাগ জন্মে। স্কুলে পড়িবার সময় হইতেই তিনি কবিতা রচনা আরম্ভ করেন । পিতা, পুত্র দুই জনেই বাহিরের লোকের মতামতের দিকে না চাহিয়া মনের আনন্দে গীতে ও গানে আপনাদের ক্ষুদ্র গৃহখানি মুখরিত করিয়া রাখিতেন। পিতা পুত্রের প্রতিভার কথা বুঝিতে পারিয়াছিলেন। বালক মিল্টনের যাহাতে লেখাপড়ার দিক দিয়া কোনরূপ ক্রটি না ঘটে সেজন্য তিনি প্রাণপণ যত্ন করিতেন। ১৬২৪ খৃষ্টাব্দে বারো বৎসর বয়সে মিল্টন সে সময়কার বিখ্যাত বিদ্যালয় St. Paul's Schoolএ প্রেরিত হন। এই স্কুলের প্রধান শিক্ষক ইংরাজী সাহিতো স্থপণ্ডিত ছিলেন। द्रं Le=