পাতা:শিশু-ভারতী - অষ্টম খণ্ড.djvu/১৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কৰি মিলভ= স্বতন্ত্র ভাবে সাহিত্যচর্চায় আত্মনিয়োগ করিলেন। এক কথায় এইবার আবার তাহার নূতন কবি-জীবনের অরন্ত হইল। 〉○Qbア भूठेाएक Paradise Lost zi স্বৰ্গচূতি তিনি লিখিতে আরম্ভ করেন for Samson Agonistes 35al worston এবং ছয় বৎসরে উহা শেষ করেন। ১৬৬৭ খৃষ্টাব্দে তাহার এই কাব্যখানি প্রকাশিত হয়। তোমরা শুনিয়া আশ্চৰ্য্য হইবে যে মিলটন এই কাব্যখানার জন্য প্রকাশকদের নিকট হইতে মাত্র দশ পাউণ্ড পাইয়াছিলেন এবং তঁাহার মৃত্যুর পর তাহার স্ত্রী পাইয়াছিলেন মাত্র • আট পাউণ্ড। দেড়বৎসরে মাত্র ১৩০ ও কপি Paradise Lost বিক্রয় হইয়াছিল। ১৬৭১ খৃষ্টাব্দে *ista Paradise Regained offff*i* হয়। এই বৎসরেই তাহার বিখ্যাত atữ* Samson Agonistes ziottfr= হইয়াছিল। মিলটনের জীবনের শেষভাগ ১৬৬৯-৭৪ খৃষ্টাব্দ পর্যান্ত সময় বেশ নিশ্চিস্ত অবসরে অতিবাহিত হইয়াছিল। ১৬৭৩ খৃষ্টাব্দে মিলটন তাহার কবিতাবলীর একটি অভিনব সংস্করণ প্রকাশ করেন। তাহার মৃত্যুর চারিবৎসর পূৰ্ব্বের সময়টা তিনি গদ্য রচনাতে আত্মনিয়োগ করিয়াছিলেন। এ সময়ে তিনি লণ্ডনেই থাকিতেন । র্তাহার সঙ্গে যুরোপের বড় বড় কবি, লেখকও রাজনৈতিক এবং প্রতিভাশালী ব্যক্তিরা আসিয়া দেখা সাক্ষাৎ করিতেন। এ-প্রসঙ্গে Dryden এর নাম করা যাইতে পারে। googa footsoa Paradise Lost of নাট্যরূপ দিবার জন্য র্তাহার অনুমতি চাহিয়াছিলেন। চল্লিশ বৎসর বয়স হইতেই মিলটনের দৃষ্টি শক্তি ক্ষীণ হইতে থাকে এবং পবে তিনি একেবারে অন্ধ হইয়াছিলেন । পারিবারিক জীবনে তিনি বিশেষ স্থখী ছিলেন বলিয়া মনে হয় না। প্রথম ও দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর পর তিনি তৃতীয়বার स्रक मि-प्लेन-ददिउठा दलिग्ना पाईtउtछ्न বিবাহ করেন। তৃতীয় পরিণয়ে কবি হর্থী হইয়াছিলেন বলিয়া মনে হয়। মিলটনের প্রথম বিবাহ সুখের হয় নাই। ১৬৫৬ খৃষ্টাব্দে তিনি দ্বিতীয়বার বিবাহ &、ッQ