পাতা:শিশু-ভারতী - অষ্টম খণ্ড.djvu/১৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$” -- শিশু-ভাল্পতী -- করেন। এ বিবাহে তিনি স্বর্থী হইয়াছিলেন। তিনি এই স্ত্রীকে যেমন ভালবাসিতেন তেমন প্রীতি ও শ্রদ্ধার চক্ষে দেখিতেন । মিলটন তঁহাকে ‘Saint বা তাপসী বলিতে কুষ্ঠিত হইতেন না। দেড় বৎসরের মধ্যেই এই সাৰ্ব্বী রমণীর মৃত্যু হয়। মিলটনের মেয়ের পিতার মনোভাব বুঝিতে পারিতেন না। সেজন্য র্তাহার মনে শাস্তি ছিল না। ক্রমওয়েল (Cromwell)কে তিনি জাতির গৌরব বলিয়া মনে করিতেন, ১৬৫৮ সালে যে বৎসর তিনি “Paradise Lost" রচনা করিতে আরম্ভ করেন, সে বৎসরই ক্রমওয়েলের মৃত্যু হয়। tit: :eg (Thomas Ellwood) নামে তাহার এক তরুণ বন্ধু মিলটনকে হোমারের অমর কাবা পড়িয়া শুনাইতেন । মিলটন তাহাকে তাহার Paradise Lost এর পাণ্ডুলিপি পড়িতে দিয়াছিলেন। পড়া শেষ হইলে পর, পাণ্ডুলিপি ফিরাইয়া দিবার সময় এলউড় তাহকে বলিলেন-আপনি স্বৰ্গচ্যুতির বিষয়েত অনেক কথাই বলিলেন, কিন্তু স্বর্গ প্রাপ্তির কথাত উল্লেখ করিলেন না। কবি সে সময়ে একটি কথাও বললেন না। পরের বৎসর যখন র্তাহার দ্বিতীয় মহাকাব্য “Paradise Regainedo wtag «fazată–iñe; খুষ্টের প্রলোভন জয়ের বিষয়ের বর্ণনা করিলেন, তখনই এলউডের কথার প্রকৃত উত্তর দেওয়া হইয়াছিল। • মিলটন তাহার গদ্য রচনার প্রতি তেমন শ্রদ্ধাবান ছিলেন না। কিন্তু তাহার রচনা দ্বারা ইংরেজী গদ্য সাহিত্যেও তিনি অমরত্ব লাভ করিয়াছেন। সে সময়ে পার্লামেন্টের অনুমতি পত্র ব্যতীত কাহারও কোন পুস্তক, পত্রিকা বা পুস্তিকা প্রকাশ করবার ক্ষমতা ছিল না। মিলটন মুদ্রাযন্ত্রের স্বাধীনতার পক্ষপাষ্ঠী ছিলেন। তিনি বলিতেন—পৃথিবীতে অনেক মানুষ একটা বোঝার মত বাচিয়া থাকে। কিন্তু একখানি সদৃগ্রন্থ চিরন্তন ভাবে জীবিত থাকিয়া জগতের কল্যাণ করে। মিলটনের চরিত্র দৃঢ় ও নির্ভীক ছিল। ১৬৫২ খৃষ্ট অব্দে যখন তিনি একেবারে অন্ধ হইয়া গেলেন, আরোগা হইবার কোন সম্ভাবনাই রহিল না, তখন র্তাহাকে অপরের সাহায্য লইয়া কাজ করিতে হইত। অন্ধ হইয়াও মিলটন ঈশ্বরের প্রতি বিশ্বাস বা নিজের মানসিক বল হারাণ নাই। তিনি তাহার বন্ধু লেওনার্ড ফিলেরস (Leonard Philars)কে যে পত্ৰখানি লিখিয়াছিলেন, তাহা হইতে র্তাহার সে সময়কার মনের অবস্থা বুঝিতে পারা যায় । ১৬৭৪ খৃষ্টাব্দের ৮ই নভেম্বর তারিখে মিলটনের মৃত্যু হয়। ক্রিপলগেট (Cripple gate) নামক স্থানে জাইলস্ গীর্জার (Giles Church ) সমাধিক্ষেত্রে তাঁহাকে সমাহিত করা হয় । সেখানে একটি স্মৃতিস্তম্ভ রহিয়াছে। লণ্ডনের স্ববিখ্যাত ওয়েষ্টfola foots (West Minster Abhay) তাহার একটি স্মৃতিস্তম্ভ আছে। মিলটনের জীবন ছিল পবিত্রতার আদর্শ স্বরূপ। কৰ্ত্তব্য নষ্ঠ, চরিত্রবান, দেশপ্রেমিক এবং কবি হিসাবে ত,হাকে দেশের লোকেরা বিশেষ শ্রদ্ধার চক্ষে দেখিতেন। কবি ওয়ার্ডসওয়ার্থ মিলটনের সম্বন্ধে লিখিতে গিয়া যথার্থই লিখিয়াছেন—Thy soul was like a star, and dwelt apart— নক্ষত্রের মতই মিলটন তাহার জীবনে প্রতিভার যে দুতি: প্রকাশ করিয়া গিয়াছেন তাহা ছিল সম্পূর্ণ স্বতন্ত্র ও স্বাধীন—পৃথিবীর ধূলা মাটির অনেক উপরে তাহার অবস্থান। t

  • -n