পাতা:শিশু-ভারতী - অষ্টম খণ্ড.djvu/১৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

HR------------+---+-------* fهتجته جحده وعمد i পেলেপিডাস ( I’elophtla- ○&8 o: *) নামে থিবসে একজন স্বদেশ প্রাণ যুবক ছিলেন, র্তাহার পণ হইল, যেমন করিয়া হউক স্পার্টার দখল হইতে এই দুর্গ কাড়িয়া লইতেই হইবে। পাৰ্থিনন—এথেনস এই জন্য সে এক অতি সুন্দর ফনী জটিল । তাহার বিশ্বস্ত ও সাহসী একাদশজন বন্ধু বীর-রণসাজে সজ্জিত হইলেন, তাহার বশ্বের দ্বারা পৃষ্ঠ ও বক্ষঃস্থল আবৃত কবিল প্রত্যেকের হস্তে তরবারি এবং স্বাক্ষাগ্র স্বতীয় বল্লম শোভা পাইল। এই রূপ রণ সজ্জার উপর তাহাবা স্ত্রীলোকের ছদ্মবেশে সজ্জিত श्धा काउभिग्रा इर्भ शूनद्राषिकाद्र कविदाद्र छछ অগ্রসর হইল—কেহ তাহাদিগকে সন্দেহ করিল না, তাহার। নিৰ্ব্ববাদে দুগের মধ্যে প্রবেশ লাভ করিল। সে ছিল এক উৎসবের দিন। স্পার্টার শাসন কৰ্ত্তারা এবং অন্যান্য রাজকৰ্ম্মচারীরা উৎসবে মত্ত ছিলেন। স্পার্টার সৈন্তাধ্যক্ষ আৰ্কিয়াস্ (Archias) উৎসব গুহের মধ্যস্থিত টেবিলের সম্মুখ ভাগে বসিয়া ছিলেন। আর র্তাহার বন্ধুগণ ছিলেন প্রমোদে মত্ত। এই যে গৃহের মধ্যে পেলোপিডাস এবং তাহার সহিত আরও এগার জন নারীবেশে সজ্জিত মোট বারো জন লোক প্রবেশ করিল, সেদিকে কেহ কোন লক্ষ্যই করিলেন না। উৎসব যখন পূর্ণভাবে চলিতে আরম্ভ করিল যখন স্পাটানরা প্রমোদ-বিহ্বল, সে সময়ে সহসা সেই নারীবেশধারা বারপুরুষেরা ছদ্মবেশ খুলিয়া ফেলিলেন, উৎসবের প্রদীপ্ত আলোক-বৰ্ত্তিকা এথেনীয় বীরদের বক্ষঃস্থলের বৰ্ম্মের উপর পড়িয়া ৰামকু করিয়া উঠিল। দ্বাদশজন বীরের হস্তস্থিত RR মুক্ত তরবারি পলক মধ্যে স্পার্টার এই প্রমোদমত্ত বীরবৃন্দের উপর ভীষণভাবে নিক্ষিপ্ত হইল। আর্কিয়াস্ এবং তাহার সঙ্গীরা পলকমধ্যে নিহত হইলেন। এইভাবে থিবিয়রা আবাব তাহাদের দুর্গ ফিরিয়া পাইল । স্পাট এই আক্রমণ এই গুপ্তহত্যার প্রতিশোধ লইবার জন্য থিবসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল। গ্রীসের অন্যান্ত রাজ্য ও স্পার্টার সাহায্যের জন্য অগ্রসর হইল। অনেকেই ভাবিয়াছিলেন, বুঝি আর রক্ষা নাই, থিবসের পরাজ, সুনিশ্চিত । সে সময় থিবসে একজন বিখ্যাত বীর ও সৈন্তাধক্ষ্য ছিলেন, তাহার নাম এপামিনোনডাস ( Epaminondas ) । সেকালে এপামনোনডাসের ন্যায় সাহসী রণনিপুণ এবং দক্ষ সেনাপতি সমগ্র গ্রীসেও বেশী ছিল না। যেমন ছিলেন তিনি যোদ্ধা তেমনি ছিলেন স্বদেশহিতৈষী এবং ধাৰ্ম্মিক ব্যক্তি । গল্প আছে যে জীবনে তিনি একদিনের জন্য ও একটি মিথ্যাকথা বলেন নাই । এইরূপ সত্যবাদী মাহুষ যে কতবড় মহৎ তাহা তোমরা সহজেই বুঝিতে পার । এমন যে ভালমানুষ তাহার আবার কি কোন শক্ৰ থাকিতে পারে, এরূপ কথা তোমরা মনে করিতে পাব, কিন্তু একথা কি সব সময়েই সত্য হয় ! ভাল মানুষেরও শক্র থাকে। এপামিনোনডাসেরও শত্রু ছিল। থিবের অনেকেই তাহার বিরুদ্ধাচরণ করিতেন। আবার দেশের • মধ্যে যাহার ছিলেন প্রকৃত গুণগ্রাহী, তাহারা এই সাধু ও বীরপুরুষকে করিতেন পরম শ্রদ্ধা। যাহারা তাহাব শক্র ছিল, তাহারা এপামিনোনডাসের প্রাণদও যাহাতে হইতে পারে, সেইরূপ অতি ঘৃণ্য