পাতা:শিশু-ভারতী - অষ্টম খণ্ড.djvu/১৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$· -- গ্ৰীসন-এceথলসন vमद९ नौ5 बस्एक कब्रिrडe हेडरटङः करब्रन নাই। কেন জান ? কেন না তিনি সৈন্যদিগের উপর তাহার আধিপত্যটা বিধিমত সময়ের ও বেশী সময়ের জন্য রাখিয়াছিলেন। কিন্তু এই বীরপুরুষের মনে একমাত্র সাধু সঙ্কল্প ছিল তাহার স্বদেশ খিবস্কে ধ্বংসের পপ হইতে রক্ষা করা। কাজেই বিচারসভা বসিলে পর বিচারকেরা এপামিনোনডাসের মহৎ উদ্বেগু বুঝিতে পারিয়া তাহার প্রতি প্রাণদণ্ডের বিধান কাবলেন না । মানুষ যখন হিংসা ও বিদ্বেষের দ্বাৰা পরিচালিত হয়, তখন তাহার হৃদয় হইতে যাহা কিছু সদগুণ তাহা সম্পূর্ণরূপে অপসারিত হয় । এই ক্ষেত্রেও হীনমনা থিবসেব লোকেরা তাহাই করিল। স্বদেশের ত্রাণকৰ্ত্তা এই মহাপুরুষকে তাহার! o - spr. - 1 * E_ tiji,8° ro---- " - * - - এথেনসের প্রাচীন ধ্বংসাবশেষ ঝাড়ুদারদের সর্দাররূপে নিযুক্ত করিলেন । এপামিনোনডাস ইহাতে দুঃখিত হইলেন না। র্তাহার মনে হইয়াছিল চহারা আমাকে অপমান করিতে যাইয়া নিজেরাই অপমানিত হইতেছে। যে মানুষ মহৎ তাহার কাছে ছোট বড় বলিয়াত আর কোন কাজ থাকে না । ছোট কাজ হেয় কাজও মহৎ ব্যক্তির সংস্পর্শে সুন্দর ও শোভন হইয়া উঠে । এপামিনেনাডাস প্রফুল্ল চিত্তে এই হেয় কাজ গ্রহণ করিলেন । থিবের লোকেরা দেখিত র্যাহাকে তাহারা অপমান করিতে চাহিয়াছে, তিনি সেই অপমানের মধ্য দিয়াও তাহার মস্তক উন্নত করিয়া রহিয়াছেন। তাহারা দেখিত, প্রসন্ন মনে এই মহৎ ব্যক্তি রাজপথের জঞ্জাল পরিস্কার করিতেছেন। তাহার মুখে হালি লাগিয়াই আছে ! যুদ্ধ তখনও শেষ হয় নাই। এপামিনোনডালকে --* ՀՏԳ Շ ছাড়া যুদ্ধ বিজয় যে অসম্ভব। একদিন যিনি দেশবালীর নির্দয় আচরণে ঝাড়ু হাতে লইয়াছিলেন— আবার সেই দেশবাসীর অনুরোধেই তাহাকে উন্মুক্ত কৃপাণহস্তে রণরঙ্গে ঝাপাইয়া পড়িতে হইল । দেশের লোকেবা তাহাকে সৈন্যবাহিনীর সর্বময় কৰ্ত্ত করিয়া দিলেন। পূর্লের চেয়ে ও অধিকতর ক্ষমতা স্বেচ্ছায়ই র্তাহাকে দেওয়া হইল । এপামিনোনডাস যতদিন থিবের সৈন্তাধ্যক্ষ ছিলেন, ততদিন থিবস গ্রীসের সর্বপ্রধান প্রভাবশালী রাজা ছিল। ম্যানটিনিয়ার (Mantinea) যুদ্ধই স্পার্টানদের সঙ্গে তাঙ্কার শেষ যুদ্ধ। এই যুদ্ধে থিবসের দারুণ ক্ষতি হইল। এপামিনোনডাঙ্গ যখন একটি বৃহে রচন করিয়া যুদ্ধ করিতেছিলেন, সে সময়ে একজন স্পার্টার সৈনিক তাহার বুকে একটা বর্শ ছুড়িয়া মারিয়াছিল। তবু যুদ্ধের বিরতি হইল না। আহত এপামিনোনডাসকে ঘিরিয়া স্পার্টান ৪ খিবের যুদ্ধ করিতে লাগিল। এপামিনোনডাসের অ9গত সৈনিকেরা র্তাহাকে বহন করিয়া শিবিরে লইয়া আসিল । এপামিনোনডাসেব বক্ষস্থলে বর্শাট বিদ্ধ অবস্থায়ই ছিল। কেন না চিকিৎসকেরা এইরূপ অভিমত প্রকাশ করিয়াছিলেন যে বর্শাট বুক ইহতে টানিয়া তুলিবার সময়ই র্তাহার মৃত্যু হইবে। এপামিনোনডাসের অসহ যন্ত্রণা হইতেছিল। সেই অসহ যন্ত্রণার মধ্যে তিনি যুদ্ধের ফলাফল জানিবার জন্ত উৎস্বক श्ब्रl *प्लिग्राझिएनन-कि श्न-छग्रड ! এমন সময়ে একজন দত আসিয়া সংবাদ দিল— দ্বিবীয়রা সম্পূর্ণরূপে স্পার্টার উপর বিজয়লাভ করিয়াছে । স্পার্টার সৈন্যরা অতি দ্রুত পলায়ন করিতেছে! খিবায়েরা এই যুদ্ধে গৌরবজনক বিজয় লাভ কবিয়াছেন। এপামিনোনডাস এই কথা শুনিয়া আনন্দে উৎফুল্ল হইলেন—তবে আর কেন ? এই বলিয়া নিজেৰ হাতে বুকের ভিতর হইতে বর্শাটা টানিয়া তুলিলেন, ঝলকে ঝলকে রক্ত বাহির হইয়া স্রোতের মত বেগে ঝরিয়া পড়িতে লাগিল । এপামিনোনডাস মৃত্যুর কোলে ঢলিয়া পড়িলেন। এই ঘটনা ঘটিয়াছিল আহমানিক ৩৬৩ খৃ:পূ:অস্বে । এপামিনোনডাসের পথ থীবিয়রা কিন্তু পূৰ্ব্বের কায় তাহাদের গৌরব রক্ষা করিতে পারে নাই ।


o