পাতা:শিশু-ভারতী - অষ্টম খণ্ড.djvu/২০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিশুa-ভান্নভী ५३ এদিকে ব্রাহ্মণ খুব ভাল করিয়া রান্না বান্ন৷ করিয়া পেট ভরিয়া খাওয়া দাওয়া করিল । তারপর সে বানরের ল্যাজে যত রাজ্যের ছেড়া নেকড়া, খর কুটো সব জড করিয়। সেগুলিকে তৈলসিক্ত করিয়৷ খুব শক্ত কবিয়া বঁrধিয়। দিল । পরে সে বানরের व्णIf८छ ५द्रrश्ग्रf fमल थr&gन । বেচারী বানর ! সে আগুনের জালায় যন্ত্রণায় একেবারে পাগলের মত হইয়া লাফালাফি ছুটাছুটি করিতে করিতে গ্রামের কুড়ে ঘর গুলির খড়ে ছাওয়! চালে চালে ছুটিয়া বেড়াইতে লাগিল ! দেখিতে দেখিতে গ্রামের ঘরে ঘরে আগুন জলিয়া উঠিল। আব ব্রাহ্মণ একটু দূরে মাঠের মধ্যে নিরাপদ স্থানে যাইয়া এক বট গাছের তলায় বসিয়। লঙ্কাকাণ্ডের গান হরু করিল :– এইরূপে দুৰ্জ্জয় বানর কোটি কোটি । সন্ধ্যাকালে লক্ষ লক্ষ জালিল দেউটি ॥ একেক বানর লয় দুই দুই মশাল । অগ্নি দিয়া পোড়ায় লঙ্কার প্রতি চাল ॥ অগ্নিতে পুড়িয় পড়ে বড় বড় ঘর । পরিত্রাহি ডাক ছাড়ে লঙ্কার ভিতর ॥ আগুনের শিখা লক লক্ করিয়া জলিতেছে ঘর, বাড়ী পুড়িতেছে ধোয়ায় চারিদিক অন্ধকার করিয়া ফেলিতেছে, গ্রামের লোকে হাহাকার করিতেছে । ব্রাহ্মণও মহাআনন্দে ক্রমশ: দাড়াইয়া তখনও নাচিতে নাচিতে লঙ্কাকাও গাহিতে লাগিল । সেই গ্রামের বাডী ঘব ত সব পুডিয়া ছারখার হইয়া গেল। গ্রামের লোকেরা এক যায়গায় জড় হইয়া খোঙ্গ লইতে আরম্ভ করিল, কি ভাবে কেমন করিয়া এই সৰ্ব্বনাশ হইল বুড়ীত ভাrল-নাই --> ব্রাহ্মণ তাহাকে এম- । ՀՏԳ Ն কি করেছ ? সারাখানি গ্রাম পুড়িয়ে ছারখার করে দিলে আবার বলছে কি করেছি।

  • —কোন অন্যায় করিনিত, বুড়ী লঙ্কাকাও দেখতে চেয়েছিল, তাকে লঙ্কাকাও দেখিয়ে দিলুম।

লঙ্কাকাও ত লঙ্কাকাওই হ’বে। সে আর আমনি হয় না । গ্রামের লোকেরা দেখিল এই ব্ৰাহ্মণের সঙ্গে মিছামিছি তর্ক করিয়া কোন লাভ নাই । তাহারা ঠাকুরকে শক্ত করিয়া ধরিয়া বলিল—“চল ঠাকুর আমাদেব সঙ্গে তোমায় রাজবাডী যেতে হবে ।” ব্রাহ্মণ হাসিয়া কহিল-সে ত ভালকথা। চল । গ্রামের লোকেরা ত্ৰাহ্মণকে লইয়া বাজবাড়ীর দিকে চলিল । তিন গ্রাম হইতে রাজধানী অনেক দূরে ৷ সকলে চলিতে চলিতে অত্যস্ত ক্লাস্ত হইয়া পড়িয়াছিল। ব্রাহ্মণ যাইতে যাইতে পথে একটি কড়ি কুড়াইয়া পাইয়াছিল । সেটি সে আঁচলে বাধিয়া লইল অনেক পথ চলিবার পবে তাহার| সকলে এ আমবাগানের কাছে আসিয়া বিশ্রাম কবিতে বা সেখানে ছিল একটি পুকুর। পুকুরের উচু ছিল আমবাগান, বেশ ঠাও। হাওয়া বহি কাজেই গ্রামের লোকদের এ যায়গাটি বেশ জনক মনে হইয়াছিল, এজম্বা কেহ শুই বসিয়া, কেহ অদ্ধশায়িত অবস্থায় থাকি করিতে লাগিল । এমন সময়ে ত্রা মোড়লকে কহিল—ভাই, আমাকে এ দাও, আমি পুকুরের জলে rনrন জাপি ।