পাতা:শিশু-ভারতী - অষ্টম খণ্ড.djvu/২০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

蛤+++→· फिनि गनिरनन-८कन भशब्रांज, फूभिरेष्ठ थरन চোরের ভয়ের জন্য আমার অলঙ্কারগুলো সামূলে রাখবে বলে, আমার কাছ থেকে চেয়ে নিয়েছিলে। তখন রাজার কোন কথাই বুঝিতে বাকী রহিল না। কি কৌশলী এচোর। পর দিন রাজা ঢোল পিটাঠয়া রাজধানীতে প্রচার করিয়া দিলেন—যে ব্যক্তি এই চোরকে ধরিতে পারিবে, তাকে তিনি অৰ্দ্ধেক বাজত্ব আর রাজকন্যার সঙ্গে বিয়ে দিবেন। ব্রাহ্মণযুবক যখন এসংবাদ শুনিল, তখন সে রাজদরবারে আসিয়া রাজীকে নমস্কার করিয়া — রাজা না বাদশা ! কহিল,-মহারাজ ! আপনি যদি আদেশ দেন, তবে আমি সে চোরকে ধরে দিতে পারি। রাজা খুলী হইয়া বলিলেন—সে বেশ কথা আমিত ঢোল দিয়েই সে কথা জানিয়ে দিয়েছি। বেশ ত ধরে দাও । তখন ব্রাহ্মণ যুবক হাসিয়া কহিল—মহারাজ । আমিই সেই চোর। কি তার প্রমাণ ? তখন ব্রাহ্মণ একে একে সব কাহিনী রাজার নিকট বলিল । রাজা ব্রাহ্মণের মুখে অষ্টিপূর্বক সব কথা শুনিয়া বিস্মিত ও আনন্দিত হইলেন। তিনি তাহার চতুরতায় ও বুদ্ধির প্রখরতার জন্য ধন্যবাদ দিলেন এবং এক শুভদিনে রাজকন্তার সহিত এই ব্রাহ্মণের বিবাহ হইয়া গেল। তাহার ভাগ্যে মিলিল অর্ধেক রাজত্ব। রাজবাড়ীতে যে কত ৰূম ধাম হুইল সে ত লঙ্কাকাংe दूक्षि८ठरे तांब्र । ८ठांभांटनज e निभजग श्याक्ष्णि কি না, সে খবর-অামি ত;আর রাখিনা ! বল দেখি এ কেমন লঙ্কাকাও ৷ . বুদ্ধিমান রাজপুত্র ( কথাসরিৎসাগর ) এক দেশের রাজার ছেলে বিন্ধ পৰ্ব্বত বেড়া ইতে বেড়াইতে দুইজন অম্বরকে মল্লযুদ্ধ করিতে দেগিলেন। তিনি তাহাদের মল্লযুদ্ধ করিষার কারণ জিজ্ঞাসা করিলে তাহারা তাহাদের সম্মুখস্থিত একটি লাঠি, এক ষোড়া জুতা এবং একটি পাত্র দেখাইয়া বলিল আমাদের মধ্যে যে জয়ী হইবে সে এই তিনটি জিনিষের অধিকারী হইবে। রাজ পুত্র আবার জিজ্ঞাসা করিলেন, এ-সব জিনিষের এমন কি গুণ আছে যেজন্ত তোমাদের এইরূপ লড়াই বাধিয়াছে । তখন তাহারা উত্তরে জানাইল এই জুতা পায়ে দিলে, আকাশে উড়িতে পারা যায়। আর লাঠির গুণ হইতেছে, ইহার কাছে যাহা চাহিবে তাহাই পাইবে । আর এই ভাও হইতেছে অক্ষয়ভাণ্ডার। ইহার কাছে যে কোনরূপ খাদ্য চাহিবে, তাহাই পাইবে । রাজপুত্র আমনি লাঠি ধরিলেন, ভাগুটি হাতে লইলেন এবং জুতা পায়ে দিয়া অদৃশু হইলেন। এ-দিকে অম্বরেরা তাহাদের মল্লযুদ্ধ नश्ग्रा दाख-दूकियांन द्रावशूब cव क५न जिनि জিনিষ লইয়া চলিয়া গেলেন-সে-দিকে কেহ লক্ষ্যও করিল না । অনেকক্ষণ পৰ্য্যন্ত যুদ্ধ চলিল, তারপর দুইজনে বিশেষ ক্লান্ত হইয়া পড়িয়া স্বপন বিশ্রাম করিতে বসিল, তখন তাহাদের দুজনেরই যে স্থানে জিনিষ তিনটি রাখা হইয়াছিল, সে দিকে লক্ষ্য পড়িল,— কিন্তু কোথায়? লাঠি, জুতা, পাত্র কিছুই নাই – তখন দুইজনে বুঝিতে পারিল যে, রাজপুত্র ঐ তিনটি জিনিষ ইয়া পলায়ন করিয়াছেন। তখন দুই অস্বরের দ্বন্দ্ব চলিয়া গেল দুইজনে বন্ধুভাবে মিলিত হইয়া রাজপুত্রের খোজে ছুটিতে লাগিল, কিন্তু রাজপুত্রকে তাহারা কোথায় পাইবে ? আজিও কিন্তু সেই অস্থর দুইজন রাজার ছেলেকে ধরিবার জন্ম ছুটিয়া চলিয়াছে। ૨૪tr૭